শিলিগুড়ি: শীতে কুপোকাত দুই বঙ্গ৷ তার মধ্যে আবার বৃষ্টি হয়েছে দোসর৷ বেলা গড়িয়ে দেখা মিলছে সূর্য মামার৷ সেই সঙ্গে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে৷ এই পরিস্থিতিতে সামনে গাড়ি এলেও পরিষ্কারভাবে তা দেখা যায় না৷ এমনকি গাড়ির চালকদের কাছেও রাস্তা স্পষ্ট হয় না৷ দৃশ্যমানতা কমায় শীতের রাতে পথ দুর্ঘটনার সংখ্যাও বাড়ছে৷
এবার এই পথ দুর্ঘটনা রুখতে ট্রাফিক পুলিশের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বিশেষ অভিযানে নামলেন শিলিগুড়ির সমাজসেবীরা৷ পথ চলতি প্রতিটি টোটো, বাস, স্কুটি, বাইক, চারচাকা গাড়িতে রেডিয়াম পেপার লাগানোর ব্যবস্থা করল এই সংস্থা৷ এখনও পর্যন্ত প্রায় ৩০০ টি গাড়িতে এই রেডিয়াম পেপার লাগানো হয়েছে৷
স্থানীয় বাসিন্দারা সহ শহরবাসীর তাদের এই কাজকে সাধুবাদ জানিয়েছেন৷ সমাজসেবী সুমন চট্টোপাধ্যায় এবং সমাজসেবী মোহাম্মদ ইমরানের উদ্যোগে সাড়া দিয়ে বহু সমাজসেবীদের উপস্থিতিতে মেডিকেল মোর সংলগ্ন এলাকায় মাইকিং করে ট্রাফিক সচেতনামূলক বার্তা দেওয়ার পাশাপাশি পথ দুর্ঘটনা এড়াতে রাস্তা দিয়ে চলাচলকারী রিকশা সাইকেল ভ্যান চারচাকা গাড়ি বাস প্রত্যেকটি গাড়িতে রেডিয়াম পেপার লাগিয়েছেন। যাতে রাতের অন্ধকারেও সামনের গাড়িগুলিকে স্পষ্ট দেখা যায়৷