পা ও কোমরের চোট এখনও কমেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের । চিকিৎসকরা বাইরে যেতে বারণ করেছেন। এবার ভার্চুয়ালি নির্বাচনী প্রচার শুরু করছেন তৃণমূল সুপ্রিমো।
জানা যাচ্ছে, সোমবারই মমতার ভার্চুয়াল প্রচার। বীরভূমের দুবরাজপুরে আগামিকাল সভা রয়েছে তৃণমূলের। সভায় উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম থেকে শুরু করে দলের জেলাস্তরের শীর্ষ নেতারা। সেখানেই দলীয় কর্মী ও সমর্থকদের উদ্দেশে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের বেশ কিছু জায়গায় প্রচার করার কথা ছিল মমতা। শুরুও করে দিয়েছিলেন উত্তরবঙ্গ থেকে। কোচবিহারে, জলপাইগুড়িতে সভা করে ফেলেছেন।
এসবের মধ্যেও পঞ্চায়েতের ভোটের প্রচার চালিয়ে যেতে চান মমতা। পঞ্চায়েতের আগে বীরভূমে প্রচারে যাওয়ার কথা ছিল মমতার।
কিন্তু উত্তরবঙ্গ থেকে ফেরার পথে পায়ে চোট লাগে। ফলে সশরীরে বীরভূমের সভায় উপস্থিত থাকতে পারছেন না। দলীয় কর্মী ও সমর্থকদের জন্য এবার ভার্চুয়ালি ভাষণ দেবেন মমতা।