হাওড়ায় কুতুব মিনারের চেয়েও উঁচু ওয়াচ টাওয়ার! কী কী চমক থাকছে সেখানে?

হাওড়া: হাওড়ার বেলিলিয়াস পার্ক লাগোয়া ইস্ট–ওয়েস্ট বাইপাসের ধারে নির্মিত হচ্ছে দেশের সর্বোচ্চ উচ্চতার ওয়াচ টাওয়ার, যার নাম রাখা হয়েছে ‘পঞ্চদীপ’। দেশের সর্বোচ্চ স্টোন টাওয়ার কুতুব…

India's tallest watch tower

হাওড়া: হাওড়ার বেলিলিয়াস পার্ক লাগোয়া ইস্ট–ওয়েস্ট বাইপাসের ধারে নির্মিত হচ্ছে দেশের সর্বোচ্চ উচ্চতার ওয়াচ টাওয়ার, যার নাম রাখা হয়েছে ‘পঞ্চদীপ’। দেশের সর্বোচ্চ স্টোন টাওয়ার কুতুব মিনারকেও পেছনে ফেলেছে এই টাওয়ারটি৷ এর উচ্চতা প্রায় ১২০ মিটার, যা শহিদ মিনারের থেকেও প্রায় ৭০ মিটার বেশি। এই মিনার নিঃসন্দেহে হাওড়া ও কলকাতার আকাশরেখায় নতুন মাত্রা যোগ করবে।

বিশেষ আকর্ষণ

পর্যবেক্ষণ মঞ্চ: ১১২ মিটার উচ্চতায় তৈরি হচ্ছে প্রায় ২,০০০ বর্গফুট জায়গাজুড়ে একটি পর্যবেক্ষণ ডেক। এখানে একসঙ্গে ২০০ জন দর্শক দাঁড়িয়ে চারটি অত্যাধুনিক টেলিস্কোপের সাহায্যে প্রায় ২০ কিমি দূর পর্যন্ত বিস্তৃত দৃশ্য উপভোগ করতে পারবেন। নিউটাউন, সল্টলেক, বিমানবন্দর, হাওড়া ও হুগলির বিস্তীর্ণ অঞ্চল এখান থেকে দেখা যাবে।

   

রেস্তরাঁ ও ব্যাঙ্কোয়েট হল: পর্যবেক্ষণ মঞ্চের নিচে, ১০৪ মিটার উচ্চতায় থাকবে একটি রেস্তরাঁ এবং বিশাল ব্যাঙ্কোয়েট হল, যা অনেকটা নিউটাউনের বিশ্ববাংলা গেটের আদলে তৈরি হচ্ছে।

বহুতল ডেক: ২৫ মিটার ও ৫০ মিটার উচ্চতায় আরও দুটি আলাদা ডেক দর্শকদের জন্য থাকবে।

প্রযুক্তি ও নিরাপত্তা

দুটি হাইস্পিড এলিভেটর দর্শকদের মাত্র ৪০ সেকেন্ডে ১২০ মিটার উপরে পৌঁছে দেবে, প্রতিটি লিফটে একসঙ্গে ১৫ জন উঠতে পারবেন।

Advertisements

টাওয়ারটির ভিত্তি মাটির নিচে ৩৫ মিটার পর্যন্ত বিস্তৃত, যেখানে ১৬৯টি পাইলিং করা হয়েছে।

ভূমিকম্প-প্রতিরোধী এই মিনারে ব্যবহার করা হয়েছে প্রায় ১,৪০০ টন স্টিল।

নির্মাণ ও বাস্তবায়ন

নজরকাড়া এই ওয়াচ টাওয়ারের ডিজাইন করেছেন IIEST শিবপুর, আর বাস্তবায়নের দায়িত্বে রয়েছে একটি বেসরকারি নির্মাণ সংস্থা। প্রকল্পের তদারকি করছে হাওড়া পুরনিগম।

পরিকল্পনা অনুযায়ী, আগামী কয়েক মাসের মধ্যে কাজ শেষ হওয়ার পর এটি হাওড়া ও কলকাতার পর্যটন মানচিত্রে নতুন এক স্থাপত্য আকর্ষণ হিসেবে যুক্ত হবে। শুধু বাংলার নয়, গোটা দেশকেই মুগ্ধ করবে এই ওয়াচ টাওয়ার।