রেলের বিরাট ধামকা! ছুটির মরশুমে এখন উত্তরবঙ্গ যাওয়া আরও সহজ

ছুটির মরশুমে উত্তরবঙ্গ যাবেন বলে ভাবছেন অথচ টিকিট পাচ্ছেন না। আপনার কথা ভেবেই রেল (Indian Railways) নিয়ে এল বিরাট ধামাকা। ছুটির মরশুমে উত্তরবঙ্গে যাওয়ার জন্য…

train

ছুটির মরশুমে উত্তরবঙ্গ যাবেন বলে ভাবছেন অথচ টিকিট পাচ্ছেন না। আপনার কথা ভেবেই রেল (Indian Railways) নিয়ে এল বিরাট ধামাকা। ছুটির মরশুমে উত্তরবঙ্গে যাওয়ার জন্য রেল ঘোষণা করল বিশেষ ব্যবস্থা। অগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে শেষ সপ্তাহ পর্যন্ত রেল চালাবে এই উত্তরবঙ্গ যাওয়ার বিশেষ এই ট্রেন। শুধু তাই নয়, বাড়ানো হয়েছে স্টপেজ সংখ্যাও। রেলের তরফে জানানো হয়েছে অতিরিক্ত ভিড়ের কথা ভেবেই এই সিদ্ধান্ত।

বহিরাগতদের জাল ডোমিসাইল দুর্নীতির বিরুদ্ধে মিছিল করে প্রশাসনের দ্বারস্থ বাংলা পক্ষ

   

অগস্টের প্রথম সপ্তাহ থেকে উভয় দিক থেকে চারটি ট্রিপের জন্য সাপ্তাহিক স্পেশাল ট্রেন নং. ০৩০২৭/০৩০২৮ (হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া) ও উভয় দিক থেকে পাঁচটি ট্রিপের জন্য সাপ্তাহিক স্পেশাল ট্রেন নং. ০৩১০৫/০৩১০৬ (শিয়ালদহ-জাগীরোড-শিয়ালদহ)-এর পরিষেবা অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রেল সূত্রে জানানো হয়েছে যে, ট্রেন নং. ০৩০২৭ (হাওড়া-নিউ জলপাইগুড়ি) সাপ্তাহিক স্পেশাল ৭ অগাস্ট থেকে ২৮ অগাস্ট, ২০২৪ পর্যন্ত প্রত্যেক বুধবার হাওড়া থেকে ২৩:৫৫ ঘন্টায় রওনা দিয়ে পরের দিন ১০:৪৫ ঘন্টায় নিউ জলপাইগুড়ি পৌঁছবে। ফেরার সময়, ট্রেন নং. ০৩০২৮ (নিউ জলপাইগুড়ি-হাওড়া) সাপ্তাহিক স্পেশাল ৮ অগাস্ট থেকে ২৯ অগাস্ট, ২০২৪ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার নিউ জলপাইগুড়ি থেকে ১২:৪৫ ঘন্টায় রওনা দিয়ে পরের দিন ০০:১০ ঘন্টায় হাওড়া পৌঁছবে।

শুভেন্দুর হাতে ‘মিষ্টি’ খেয়ে দিলীপের মুখে মমতার ‘শুভনন্দন’! নতুন খেলা শুরু?

উভয় দিকের যাত্রাকালে স্পেশাল ট্রেনটি কিষানগঞ্জ, মালদা টাউন, আজিমগঞ্জ, কাটওয়া ও ব্যান্ডেল ইত্যাদি স্টেশন হয়ে চলাচল করবে। ট্রেন নং. ০৩১০৫ (শিয়ালদহ – জাগীরোড) সাপ্তাহিক স্পেশাল ২ অগাস্ট থেকে ৩০ অগাস্ট, ২০২৪ পর্যন্ত প্রত্যেক শুক্রবারে শিয়ালদহ থেকে ০৯:০০ ঘন্টায় রওনা দিয়ে পরের দিন ০৬:৩০ ঘন্টায় জাগীরোড পৌঁছবে। উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে।