পুজোয় রেলের উপহার, দিঘা ও পুরী রুটে এক ডজন বিশেষ ট্রেন

পুজোর মরশুমে ভ্রমণপিপাসু বাঙালির অন্যতম পছন্দের জায়গা দিঘা এবং পুরী। প্রতিবছর দুর্গাপুজোর ছুটিতে কয়েক লক্ষ যাত্রী রেলের টিকিট বুক করেন। কিন্তু ভিড় সামলাতে গিয়ে অনেক…

পুজোয় রেলের উপহার, দিঘা ও পুরী রুটে এক ডজন বিশেষ ট্রেন

পুজোর মরশুমে ভ্রমণপিপাসু বাঙালির অন্যতম পছন্দের জায়গা দিঘা এবং পুরী। প্রতিবছর দুর্গাপুজোর ছুটিতে কয়েক লক্ষ যাত্রী রেলের টিকিট বুক করেন। কিন্তু ভিড় সামলাতে গিয়ে অনেক সময় টিকিট মেলে না। যাত্রীদের এই অসুবিধা দূর করতে দক্ষিণ-পূর্ব রেল (Indian Railways) এবার নিয়ে এল বড় সুখবর। খড়গপুর ডিভিশনের উদ্যোগে একসঙ্গে ১২টি দূরপাল্লার স্পেশ্যাল ট্রেনের মেয়াদ বাড়ানো হয়েছে। ফলে কলকাতা, হাওড়া, সাঁতরাগাছি সহ একাধিক স্টেশন থেকে দিঘা কিংবা ওড়িশার পুরী পৌঁছনো আরও সহজ হবে।

দক্ষিণ-পূর্ব রেলের তরফে জারি করা সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী—

   

হাতিয়া–দুর্গ স্পেশ্যাল (০৮১৮৫): চলবে ২ অক্টোবর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত।

দুর্গ–হাতিয়া স্পেশ্যাল (০৮১৮৬): চলবে ৩ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর।

শালিমার–ভঞ্জপুর স্পেশ্যাল (০৮০০৭): চলবে ১৮ সেপ্টেম্বর থেকে ২৭ ডিসেম্বর।

ভঞ্জপুর–শালিমার স্পেশ্যাল (০৮০০৮): চলবে ২০ সেপ্টেম্বর থেকে ২৯ ডিসেম্বর।

ভঞ্জপুর–পুরী স্পেশ্যাল (০৮০১১): চলবে ১৮ সেপ্টেম্বর থেকে ২৭ ডিসেম্বর।

পুরী–ভঞ্জপুর স্পেশ্যাল (০৮০১২): চলবে ১৯ সেপ্টেম্বর থেকে ২৮ ডিসেম্বর।

সাঁতরাগাছি–দিঘা স্পেশ্যাল (০২৮৪৭): চলবে ৪ অক্টোবর থেকে ২৭ ডিসেম্বর।

Advertisements

দিঘা–সাঁতরাগাছি স্পেশ্যাল (০২৮৪৮): চলবে ৪ অক্টোবর থেকে ২৭ ডিসেম্বর।

সাঁতরাগাছি–দিঘা স্পেশ্যাল (০২৮৯৭): চলবে ৫ অক্টোবর থেকে ২৮ ডিসেম্বর।

দিঘা–সাঁতরাগাছি স্পেশ্যাল (০২৮৯৮): চলবে ৫ অক্টোবর থেকে ২৮ ডিসেম্বর।

শালিমার–পুরী স্পেশ্যাল (০২৮৩৯): চলবে ২১ সেপ্টেম্বর থেকে ২৮ ডিসেম্বর।

পুরী–শালিমার স্পেশ্যাল (০২৮৪০): চলবে ২২ সেপ্টেম্বর থেকে ২৯ ডিসেম্বর।

এই সব ট্রেনই দূরপাল্লার এবং যাত্রীদের বাড়তি চাহিদা মেটাতে চালানো হচ্ছে। বিশেষ করে পুজোর সময় কলকাতা থেকে দিঘা এবং পুরীর ট্রেনের চাহিদা আকাশছোঁয়া হয়। ট্রাভেল এজেন্টদের কাছ থেকেও জানা যায়, পুজোর একমাস আগে টিকিট বুক হয়ে যায়। ফলে অনেক যাত্রী শেষ মুহূর্তে সমস্যায় পড়েন।

রেল সূত্রে খবর, এবার থেকে এই স্পেশ্যাল ট্রেনগুলির চলাচল বাড়ানোয় বহু মানুষ সহজেই টিকিট পাবেন। দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, “উৎসবের মরশুমে প্রচুর যাত্রী যাতায়াত করেন। টিকিটের চাহিদা বেড়ে যায়। তাই যাত্রীদের সুবিধার্থে আমরা এক ডজন বিশেষ ট্রেনের মেয়াদ বাড়িয়েছি।”