রেলে ৩১১৫টি শূন্যপদে চলছে নিয়োগ, আবেদন করুন এই উপায়ে

চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর৷ চলতি সপ্তাহ থেকেই পূর্ব রেলে ৩১১৫ শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ । শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় নিয়োগ হবে (indian railway recruitment)। আগ্রহী চাকরি…

রেলে ৩১১৫টি শূন্যপদে চলছে নিয়োগ, আবেদন করুন এই উপায়ে

চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর৷ চলতি সপ্তাহ থেকেই পূর্ব রেলে ৩১১৫ শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ । শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় নিয়োগ হবে (indian railway recruitment)। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন।

মোট শূন্যপদ ৩১১৫। তার মধ্যে রয়েছে পূর্ব রেলের হাওড়া ডিভিশন, লিলুয়া ওয়ার্কশপ,শিয়ালদহ ডিভিশন,কাঁচরাপাড়া ওয়ার্কশপ এবং মালদহ ডিভিশন৷
আবেদন শুরু হবে ২৪ সেপ্টেম্বর থেকে।

যোগ্যতা :

যোগ্যতা অনুযায়ী দশম শ্রেণি পাস সহ সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাস অবশ্যই করতে হবে৷
বয়স:
আবেদনকারী চাকরি প্রার্থীর বয়স ১৫-২৪ বছরের মধ্যে হতে হবে।

Advertisements

আবেদন ফি:
আবেদনকারীকে আবেদন ফি হিসাবে ১০০ টাকা দিতে হবে। তবে এসসি/এসটি/পিডব্লবিডি/মহিলা প্রার্থীদের কোনও ফ্রি লাগবে না৷

আবেদন পদ্ধতি:
ওয়েবসাইট https://rroer.org-এ গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টস-সহ ফর্মটি পূরণ করে সাবমিট করুন। আবেদনের শেষ তারিখ ২৩ অক্টোবর।