দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হোক বা বাতিল থাকুক, খবর আগেভাগে জানিয়ে দিয়ে যাত্রী হয়রানি যতটা কমানো যায়, সেই চেষ্টায় খামতি রাখে না ভারতীয় রেল (Indian Railway)। তাই প্রতিদিনের ন্যায় আজও নতুন ঘোষণা নিয়ে হাজির হল। তবে এবারে কোন ট্রেন বাতিল বা সূচি বদল নয়, বরং বাতিল থাকা বেশ কিছু ট্রেনের পুনরায় যাত্রা আরম্ভের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এছাড়াও কিছু স্পেশাল ট্রেনের যাত্রা বজায় থাকার কথাও জানানো হয়েছে। চলুন তালিকায় কোন ট্রেন রয়েছে জেনে নেওয়া যাক।
২০ ফেব্রুয়ারি অর্থাৎ আজ বৃহস্পতিবার থেকে পুনরায় চলবে বাতিল হওয়া বেশ কয়েকটি ট্রেন। যার মধ্যে রয়েছে হাতিয়া-টাটানগর, হাতিয়া-বোকারো ও হাতিয়া-বর্ধমান রুটের ট্রেন। বলার অপেক্ষা রাখে না যে এটি রেলযাত্রীদের জন্য স্বস্তির খবর! পূর্ব ঘোষণা অনুযায়ী বাতিল হওয়া হাতিয়া-টাটানগর, হাতিয়া-বোকারো স্টিল সিটি এবং হাতিয়া-বর্ধমান রুটের বেশ কয়েকটি ট্রেন পুনরায় চালু করা হচ্ছে।
রেল কর্তৃপক্ষ (Indian Railway) জানিয়েছে, আগে বাতিল হওয়া ৬৮০৩৫/৬৮০৩৬ হাতিয়া-টাটানগর-হাটিয়া মেমু ট্রেন, ৫৮০৩৩/৫৮০৩৪ হাতিয়া-বোকারো স্টিল সিটি-হাতিয়া প্যাসেঞ্জার এবং ১৩৫০৪ হাতিয়া-বর্ধমান মেমু ট্রেন পুনরায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী চালু করা হবে। ২০ ফেব্রুয়ারি ২০২৫ থেকে এই ট্রেনগুলি আগের নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। অর্থাৎ যাত্রীরা তাদের পূর্বপরিকল্পিত ভ্রমণের জন্য নির্দিষ্ট ট্রেনের সময় ধরে চলতে পারবেন।
এছাড়া দক্ষিণ পূর্ব রেলওয়ে (SER) যাত্রীদের সুবিধার্থে ভুবনেশ্বর-ধনবাদ, ধনবাদ-ভুবনেশ্বর, বিশাখাপত্তনম-শালিমার এবং শালিমার-বিশাখাপত্তনম রুটের স্পেশাল কিছু ট্রেন চলাচলের মেয়াদ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ভুবনেশ্বর-ধনবাদ স্পেশাল (০২৮৩২) ৩০ এপ্রিল ২০২৫ পর্যন্ত এবং ধনবাদ-ভুবনেশ্বর স্পেশাল (০২৮৩১) ১ মে ২০২৫ পর্যন্ত চালু থাকবে। একইভাবে, বিশাখাপত্তনম-শালিমার স্পেশাল (০৮৫০৮) ২৯ এপ্রিল ২০২৫ পর্যন্ত এবং শালিমার-বিশাখাপত্তনম স্পেশাল (০৮৫০৭) ৩০ এপ্রিল ২০২৫ পর্যন্ত চলবে।
এই বিশেষ ট্রেনগুলোর চলাচলের মেয়াদ বৃদ্ধির ফলে যাত্রীরা নিরবিচারে যাতায়াত করতে পারবেন এবং ট্রেনের টিকিটের চাহিদার ভারসাম্য রক্ষা হবে। বিশেষ করে এই ট্রেনগুলোর রুটে দৈনিক যাত্রীদের চাপ বেশি থাকে, তাই এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। অন্যদিকে ট্রেন বাতিলের কারণে দীর্ঘদিন ধরে যাত্রীরা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। বিশেষত হাতিয়া, টাটানগর, বোকারো এবং বর্ধমান রুটের প্রতিদিনকার যাত্রীদের জন্য এটি বড় স্বস্তির খবর। পুনরায় পরিষেবা চালুর ফলে অফিসযাত্রী ও সাধারণ যাত্রীরা স্বাভাবিকভাবেই তাঁদের দৈনন্দিন যাতায়াত আগের মতোই করতে পারবেন।