দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হোক বা বাতিল থাকুক, যাত্রী হয়রানি কমাতে খবর আগেভাগে জানিয়ে দেয় ভারতীয় রেল (Indian Railway)। প্রতিদিনের ন্যায় আজও এই সংক্রান্ত ঘোষণা নিয়ে হাজির হল। বেশ কিছু ট্রেনের বাতিল থাকার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেল। পাশাপাশি কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। চলুন তালিকায় কোন ট্রেন রয়েছে জেনে নেওয়া যাক।
যান্ত্রিক ত্রুটির কারণে কিছু ট্রেনের চলাচল ৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বা তার পূর্বে বাতিল করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ১২৮১৬ আনন্দ বিহার-পুরি এক্সপ্রেস, যা ০৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে চলবে না। তদুপরি, ১৮৩১০ জামু তাওয়াই-সবলপুর এক্সপ্রেস ২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বাতিল থাকবে। এছাড়া, ২২৮০৬ আনন্দ বিহার-ভুবনেশ্বর এক্সপ্রেসও ৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বাতিল ঘোষণা করা হয়েছে।
বিশেষ ঘোষণা ভারতীয় রেলের (Indian Railway)
চক্রধরপুর বিভাগের উন্নয়ন কাজের জন্য কিছু ট্রেনের চলাচলে পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে ১৮৬০১/১৮৬০২ টাটানগর-হাতিয়া-টাটানগর এক্সপ্রেস ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বাতিল থাকবে। তদুপরি, ১৮১১৪ বিলাসপুর-টাটানগর এক্সপ্রেস ৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে এবং ১৮১১৩ টাটানগর-বিলাসপুর এক্সপ্রেস ০৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বাতিল থাকবে।
#ser #indianrailways pic.twitter.com/b2uEQp5rsr
— South Eastern Railway (@serailwaykol) February 1, 2025
এছাড়া, ১৩৫১২/১৩৫১১ আসানসোল-টাটানগর-আসানসোল এক্সপ্রেস ০২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বাতিল থাকবে। ৫৮০২৩/৫৮০২৪ টাটানগর-বড়কাকনা-টাটানগর প্যাসেঞ্জার ট্রেন ০২ ও ০৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বাতিল ঘোষণা করা হয়েছে। আরও, ৬৮০২৩/৬৮০২৪ ঝাড়গ্রাম-পুরুলিয়া-ঝাড়গ্রাম মেমু প্যাসেঞ্জার ট্রেন ৫ ফেব্রুয়ারি এবং ৬৮০৫৫/৬৮০৫৬ আসানসোল-টাটানগর-আসানসোল মেমু প্যাসেঞ্জার ট্রেন ০২ ও ০৫ ফেব্রুয়ারি বাতিল থাকবে।
এই ট্রেনের যাত্রা নিয়ন্ত্রণের ঘোষণা
এছাড়াও, ১৩৩০১/১৩৩০২ ধানবাদ-টাটানগর-ধানবাদ এক্সপ্রেসের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ট্রেনের যাত্রা ০২ ও ০৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে শুরু হলে এটিকে আদ্রায় শর্ট-টার্মিনেটেড বা শর্ট অরিজিনেটেড করা হবে।
উপরিউক্ত সকল পরিবর্তন ও বাতিলের কারণে যাত্রীদের অসুবিধার জন্য রেল কর্তৃপক্ষ (Indian Railway) আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে যে, যাত্রা করার পূর্বে সংশ্লিষ্ট স্টেশন বা রেলের অফিসিয়াল সূত্র থেকে সর্বশেষ তথ্য সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে।