এই ডিভিশনে একগুচ্ছ ট্রেন বাতিল করল রেল, ঝক্কি এড়াতে এখনই দেখুন

দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হোক বা বাতিল থাকুক, খবর আগেভাগে জানিয়ে দিয়ে যাত্রী হয়রানি কমানোর চেষ্টায় খামতি রাখে না ভারতীয় রেল (Indian Railway)। তাই প্রতিদিনের…

Indian Railway

দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হোক বা বাতিল থাকুক, খবর আগেভাগে জানিয়ে দিয়ে যাত্রী হয়রানি কমানোর চেষ্টায় খামতি রাখে না ভারতীয় রেল (Indian Railway)। তাই প্রতিদিনের ন্যায় আজও এই সংক্রান্ত ঘোষণা নিয়ে হাজির হল। এদিন রেলের পক্ষ থেকে একগুচ্ছ ট্রেন বাতিল থাকার কথা জানানো হয়েছে। চলুন তালিকায় কোন ট্রেন রয়েছে জেনে নেওয়া যাক।

রেকর্ড ব্যবসা, বর্ষবরণের রাতে ১০ লক্ষ রুম বুকিং, নজির গড়ল OYO

   

রেলের (Indian Railway) একাধিক ট্রেন বাতিলের ঘোষণা

আসানসোল ডিভিশনে রেলওয়ের (Indian Railway) উন্নয়নমূলক কাজের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের অসুবিধা এড়াতে পূর্ব ঘোষণা অনুযায়ী এই বাতিলের সময়সূচি প্রকাশ করা হয়েছে।

টাটানগর-হাতিয়া-টাটানগর এক্সপ্রেস (১৮৬০১/১৮৬০২) আগামী ৫ জানুয়ারি এবং ৭ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি ২০২৫ পর্যন্ত বাতিল থাকবে। বিলাসপুর-টাটানগর এক্সপ্রেস (১৮১১৪) ৪ জানুয়ারি এবং ৬ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত বাতিল থাকবে। একইভাবে, টাটানগর-বিলাসপুর এক্সপ্রেস (১৮১১৩) ০৫ জানুয়ারি ২০২৫ এবং ০৭ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে না।

অন্যদিকে, আসানসোল-টাটানগর-আসানসোল এক্সপ্রেস (১৩৫১২/১৩৫১১) আগামী ৫ জানুয়ারি ২০২৫ তারিখে বাতিল হবে। টাটানগর-বরাকাকানা-টাটানগর স্পেশাল (৫৮০২৩/৫৮০২৪) ৫ এবং ৮ জানুয়ারি ২০২৫ তারিখে চলাচল করবে না।

ঝাড়গ্রাম-পুরুলিয়া-ঝাড়গ্রাম মেমু (০৮৬৯৭/০৮৬৯৮) ৬, ৮ এবং ৯ জানুয়ারি ২০২৫ তারিখে বাতিল থাকবে। আসানসোল-টাটানগর-আসানসোল মেমু (৬৮০৫৫/৬৮০৫৬) ৫ এবং ৮ জানুয়ারি ২০২৫ তারিখে বাতিল থাকবে।

খড়্গপুর-টাটানগর-খড়্গপুর স্পেশাল (৫৮০২১/৫৮০২২) এবং খড়্গপুর-টাটানগর-খড়্গপুর মেমু স্পেশাল (৬৮০০৫/৬৮০০৬) ৫ জানুয়ারি ২০২৫ তারিখে বাতিল হবে। রাঁচি-হাওড়া-রাঁচি এক্সপ্রেস (১৮৬২৮/১৮৬২৭) ০৭ এবং ১২ জানুয়ারি ২০২৫ তারিখে বাতিল ঘোষণা করা হয়েছে। হাতিয়া-টাটানগর-হাতিয়া মেমু (৬৮০৩৬/৬৮০৩৫) ৭ থেকে ১২ জানুয়ারি ২০২৫ পর্যন্ত বাতিল থাকবে।

হাতিয়া-শাংকি-হাতিয়া মেমু (৫৮৬৬৩/৫৮৬৬৪ এবং ৫৮৬৬৫/৫৮৬৬৬) ৭ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি ২০২৫ পর্যন্ত বন্ধ থাকবে। হাতিয়া-খড়্গপুর-হাতিয়া এক্সপ্রেস (১৮০৩৬/১৮০৩৫) ৭ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি ২০২৫ পর্যন্ত চলাচল করবে না। হাতিয়া-ঝাড়সুগুডা-হাতিয়া এক্সপ্রেস (১৮১৭৫/১৮১৭৬) ৭ থেকে ১২ জানুয়ারি ২০২৫ পর্যন্ত বাতিল থাকবে। রাঁচি-বোকারো স্টিল সিটি-রাঁচি মেমু এক্সপ্রেস (৫৮০৩৪/৫৮০৩৩) ৭ থেকে ১৬ জানুয়ারি ২০২৫ পর্যন্ত চলাচল করবে না।

যাত্রীদের অসুবিধার জন্য রেল (Indian Railway) কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে এবং উন্নয়নমূলক কাজের জন্য যাত্রীদের সহযোগিতা কামনা করা হয়েছে।