Monday, December 8, 2025
HomeBharatবছরের শেষে এইসব লাইনে বেড়াতে যাবেন? বহু ট্রেন বাতিল করল রেল

বছরের শেষে এইসব লাইনে বেড়াতে যাবেন? বহু ট্রেন বাতিল করল রেল

- Advertisement -

দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হোক বা বাতিল থাকুক, খবর আগেভাগে জানিয়ে দিয়ে যাত্রী হয়রানি যতটা কমানো যায়, সেই চেষ্টাই করে ভারতীয় রেল (Indian Railway)। তাই প্রতিদিনের ন্যায় আজও এই সংক্রান্ত ঘোষণা নিয়ে হাজির হল। এদিন রেলের পক্ষ থেকে ট্রেন বাতিলের পাশাপাশি কিছু ট্রেনের রুট বদলের কথা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি পরীক্ষার জন্য বেশ কিছু স্পেশাল ট্রেনের ঘোষণা করা হয়েছে। চলুন তালিকায় কোন ট্রেন রয়েছে জেনে নেওয়া যাক।

চলবে উন্নয়নের কাজ, এই ডিভিশনে ট্রেন বাতিল করল রেল

   

রেলের (Indian Railway) নতুন ঘোষণা

চক্রধরপুর ডিভিশনে চলমান উন্নয়নমূলক কাজের কারণে ২০২৪ সালের ডিসেম্বর মাসে বেশ কিছু ট্রেন বাতিল এবং কিছু ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। যাত্রীদের অসুবিধা এড়াতে ভারতীয় রেলের (Indian Railway) পক্ষ থেকে আগাম এই ঘোষণা করা হয়েছে।

 

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখে এনএসসিবি ইতওয়ারী-টাটানগর এক্সপ্রেস (১৮১১০/১৮১০৯) সম্পূর্ণ বাতিল থাকবে। একই দিনে রাউরকেলা-জগদলপুর এক্সপ্রেস (১৮১০৭/১৮১০৮) এবং রাউরকেলা-ঝাড়সুগুড়া মেমু (১৮১৬৭/১৮১৬৮) ট্রেনও চলাচল করবে না। এছাড়া, বিশাখাপত্তনম-বানারস এক্সপ্রেস (১৮৩১১) ২৯ ডিসেম্বরের যাত্রা বাতিল করা হয়েছে এবং এর বিপরীতে ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখে বানারস-বিশাখাপত্তনম এক্সপ্রেস (১৮৩১২) ট্রেনটি বাতিল থাকবে।

এছাড়া, ২৮ ডিসেম্বর ২০২৪ তারিখে যাত্রা শুরু করা যোগনগরী ঋষিকেশ-পূরী এক্সপ্রেস (১৮৪৭৮) ট্রেনটি তার স্বাভাবিক রুট পরিবর্তন করে আইবি-ঝাড়সুগুড়া রোড-সম্বলপুর সিটি-তালচের রোড-কটক হয়ে চলাচল করবে।

ভারতীয় রেল (Indian Railway) জানিয়েছে যে উন্নয়নমূলক কাজের জন্য এই সাময়িক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যা পরবর্তীতে রেল পরিষেবার মানোন্নয়নে সহায়ক হবে। যাত্রীদের যাত্রার পরিকল্পনা করার আগে এই পরিবর্তন সম্পর্কে অবগত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

পরীক্ষার্থীদের জন্য স্পেশাল ট্রেন চালাবে রেল, কোন রুটে দেখে নিন

যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য রেল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে এবং উন্নত পরিষেবা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে ০৩৪৬৫ মালদা টাউন-দিঘা স্পেশাল ২৫ ডিসেম্বর পর্যন্ত চালাবে বলে জানিয়েছে রেল। আবার ০৩৪৬৬ দিঘা-মালদা টাউন স্পেশাল ২৬ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত চলবে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular