পুজোর চারদিন ভিড়ের চাপ কমাতে নয়া উদ্যোগ পূর্বরেলের

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা৷ আগামীকালই দেবীপক্ষের শুরু৷ এরপরই আকাশে বাতাসে শুরু হয়ে যাবে দুর্গাপুজোর আগমনী বার্তা৷ আট থেকে আশি সকলেই মেতে উঠবেন পুজোর আনন্দে৷ তাই…

Kolkata local train পুজোর চারদিন ভিড়ের চাপ কমাতে নয়া উদ্যোগ পূর্বরেলের

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা৷ আগামীকালই দেবীপক্ষের শুরু৷ এরপরই আকাশে বাতাসে শুরু হয়ে যাবে দুর্গাপুজোর আগমনী বার্তা৷ আট থেকে আশি সকলেই মেতে উঠবেন পুজোর আনন্দে৷ তাই পুজোর চারদিন ভাল করে প্যান্ডেল হপিং করতে পারেন সেই কথা মাথায় রেখে নয়া উদ্যোগ পূর্বরেলের (Indian Railway)৷

নিত্যদিনই লোকাল ট্রেনে যাত্রা করা মানেই খুবই কষ্টের৷ কারণ শিয়ালদহ শাখায় (Indian Railway) ভিড় চোখে পড়ার মতো থাকে দিনের বেশির ভাগ সময়েই৷ তবে পুজোর চারদিন সেই সংখ্যা আরও বাড়বে বলেই অনুমান পূর্বরেলের(Indian Railway) তরফে৷ সেই কারণে মধ্যবিত্তের কথা মাথায় রেখে পুজোর চারদিন লোকাল ট্রেনে বাড়ানোর কথা ঘোষণা পূর্বরেলের (Indian Railway) তরফ থেকে৷

   

এই মুহূর্তে রেলের তরফ থেকে জানানো হয়েছে, পুজোর ভিড়ের কথা মাথায় রেখে নৈহাটি এবং কল্যাণী শাখার জন্য বিশেষ ব্যবস্থা করল পূর্ব রেল (Eastern Railway)। জানা গিয়েছে, সপ্তমী থেকে দশমী পর্যন্ত জোড়া ট্রেন চলবে বলে৷ তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে আমজনতা৷ কারণ পুজোর কটাদিন লোকাল ট্রেনের ভিড় বাড়তে থাকে বেশি৷ তাই সেই সময়ে যদি ট্রেনের সংখ্যা বাড়ে তাহলে সকলের জন্যই ট্রেনযাত্রা খুবই আরাম দায়ক হয়৷

পুজোর সময়ে বিপুল ভিড় দেখা যায় কল্যাণী এবং নৈহাটি (Indian Railway) শাখায়। দুর্গাপুজোর সময় ওই শাখগুলিতে প্রচুর ভিড়ের কথা মাথায় রেখে জোড়া ট্রেনের ব্যবস্থা করেছে পূর্ব রেলওয়ের (Indian Railway) শিয়ালদহ ডিভিশন। পুজোর দিনগুলিতে নৈহাটি থেকে কল্যাণী সীমান্ত পর্যন্ত যে সব লোকাল ট্রেন যায়, সেগুলি কল্যাণী স্টেশন পর্যন্ত যাবে। কল্যাণী সীমান্ত পর্যন্ত যাবে না। তা ছাড়াও ছয় জোড়া লোকাল ট্রেন (Indian Railway) যেগুলো শিয়ালদহ-কল্যাণী সীমান্তের মধ্যে যাতায়াত করে, সেগুলোও ১২ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত শুধুমাত্র কল্যাণী স্টেশন পর্যন্ত যাতায়াত করবে।