এই লাইনে বহু ট্রেন বাতিল, যাত্রাপথেও কাটছাঁট, কারণ কী বলল রেল?

দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হোক বা বাতিল থাকুক, খবর আগেভাগে জানিয়ে দিয়ে যাত্রী হয়রানি যতটা কমানো যায়, সেই চেষ্টায় সদা তৎপর ভারতীয় রেল (Indian Railway)।…

Railways Take Major Step to Combat Fraud, Cancels Group-C Recruitment Process

short-samachar

দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হোক বা বাতিল থাকুক, খবর আগেভাগে জানিয়ে দিয়ে যাত্রী হয়রানি যতটা কমানো যায়, সেই চেষ্টায় সদা তৎপর ভারতীয় রেল (Indian Railway)। তাই প্রতিদিনের ন্যায় আজও এই সংক্রান্ত ঘোষণা নিয়ে হাজির হল রেল (Indian Railway)। এই লাইনে বেশ কিছু ট্রেন বাতিলের কথা জানানো হয়েছে। চলুন তালিকায় কোন ট্রেন রয়েছে জেনে নেওয়া যাক।

   

ঝাড়খণ্ডে শুক্রবার করে স্কুল বন্ধের সিদ্ধান্ত নিয়ে বিস্ফোরক হিমন্ত বিশ্ব শর্মা

Indian Railway-র ঘোষণা

দক্ষিণ-পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনে উন্নয়নমূলক কাজের জন্য বেশ কিছু ট্রেনের চলাচল বাতিল এবং কিছু ট্রেনের রুট সঙ্কুচিত করার ঘোষণা দেওয়া হয়েছে। এই কাজের ফলে যাত্রীদের কিছুদিন অসুবিধার সম্মুখীন হতে হতে পারে।

বাতিল হওয়া ট্রেনের তালিকা:
হাটিয়া-টাটানগর-হাটিয়া এক্সপ্রেস (18602/18601)

বাতিলের তারিখ: 18, 20, 23 ও 24 নভেম্বর 2024
ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেস (18019/18020)

বাতিলের তারিখ: 24 নভেম্বর 2024
টাটানগর-বক্সার এক্সপ্রেস (18183)

বাতিলের তারিখ: 23 ও 24 নভেম্বর 2024
বক্সার-টাটানগর এক্সপ্রেস (18184)
বাতিলের তারিখ: 24 ও 25 নভেম্বর 2024
আসানসোল-টাটানগর-আসানসোল এক্সপ্রেস (13512/13511)

বাতিলের তারিখ: 24 নভেম্বর 2024
আদ্রা-বরাভূম-আদ্রা মেমু প্যাসেঞ্জার (08647/08648)

বাতিলের তারিখ: 24 নভেম্বর 2024
আসানসোল-আদ্রা-আসানসোল মেমু প্যাসেঞ্জার (08644/08643)

বাতিলের তারিখ: 24 নভেম্বর 2024
আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু প্যাসেঞ্জার (03594/03593)

বাতিলের তারিখ: 24 নভেম্বর 2024
আসানসোল-রাঁচি-আসানসোল মেমু প্যাসেঞ্জার (03598/03597)

বাতিলের তারিখ: 24 নভেম্বর 2024
টাটানগর-আসানসোল-বরাভূম মেমু প্যাসেঞ্জার (08174/08652)

বাতিলের তারিখ: 19 ও 24 নভেম্বর 2024
আদ্রা-মেদিনীপুর-আদ্রা মেমু স্পেশাল (08680/08679)

বাতিলের তারিখ: 22 ও 24 নভেম্বর 2024
সংক্ষিপ্ত রুটে চলাচলকারী ট্রেনের তালিকা:
আসানসোল-টাটানগর মেমু প্যাসেঞ্জার (08173)

সংক্ষিপ্ত গন্তব্য: আদ্রা
বাতিল সেবা: আদ্রা-টাটানগর
তারিখ: 24 নভেম্বর 2024
বরাভূম-আসানসোল মেমু প্যাসেঞ্জার (08651)

সংক্ষিপ্ত গন্তব্য: আদ্রা
বাতিল সেবা: বরাভূম-আদ্রা
তারিখ: 24 নভেম্বর 2024
ধানবাদ-টাটানগর-ধানবাদ এক্সপ্রেস (13301/13302)

সংক্ষিপ্ত গন্তব্য: আদ্রা
বাতিল সেবা: আদ্রা-টাটানগর
তারিখ: 24 নভেম্বর 2024
যাত্রীদের এই সাময়িক অসুবিধার জন্য রেল (Indian Railway) কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে এবং বিকল্প ব্যবস্থার জন্য অনুরোধ জানিয়েছে।