বাংলাদেশ সীমান্তে পাচারের ছক ভেস্তে দিল ভারতীয় কোস্ট গার্ড, ট্রলারে মিলল…

নামখানা: ভারত-বাংলাদেশ জলসীমান্তে পাচারকারীদের বড়সড় পরিকল্পনা ভেস্তে দিল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী (ICG)। বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার নামখানার ফ্রেজারগঞ্জ উপকূলে অভিযান চালিয়ে প্রায়…

Indian Coast Guard smuggling foiled

নামখানা: ভারত-বাংলাদেশ জলসীমান্তে পাচারকারীদের বড়সড় পরিকল্পনা ভেস্তে দিল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী (ICG)। বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার নামখানার ফ্রেজারগঞ্জ উপকূলে অভিযান চালিয়ে প্রায় আড়াই কুইন্টাল (২৬০০ কেজি) অবৈধ সুপারি বাজেয়াপ্ত করা হয়েছে। তবে অভিযানের আঁচ পেয়ে ট্রলার ফেলে চম্পট দিয়েছে পাচারকারীরা।

মাঝ সমুদ্রে নাটকীয় অভিযান

Advertisements

কোস্ট গার্ড সূত্রে খবর, বকখালি থেকে মাত্র ৩ নটিক্যাল মাইল দূরে লুথিয়ান দ্বীপ সংলগ্ন এলাকায় একটি ট্রলারের সন্দেহজনক গতিবিধি নজরে আসে তাঁদের। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার ভোররাতে উপকূল রক্ষী বাহিনীর একটি বিশেষ দল নির্দিষ্ট এলাকায় পৌঁছায়। সেখানে ‘এফবি লক্ষ্মীনারায়ণ’ নামক একটি ভারতীয় ট্রলারকে পরিত্যক্ত অবস্থায় ভাসতে দেখা যায়। রক্ষীরা দ্রুত ট্রলারটি ঘিরে ফেলে তল্লাশি চালালে ৫০ কেজি ওজনের মোট ৫২টি সুপারির বস্তা উদ্ধার হয়।

   

অন্ধকারের সুযোগে চম্পট পাচারকারীদের Indian Coast Guard smuggling foiled

অভিযান চলাকালীন রাতের অন্ধকারের সুযোগ নিয়ে অন্য একটি ট্রলারে চড়ে এলাকা ছেড়ে পালায় পাচারকারীরা। বাজেয়াপ্ত হওয়া ট্রলার এবং বিপুল পরিমাণ সুপারির বস্তাগুলি ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার হাতে তুলে দিয়েছে উপকূল রক্ষী বাহিনীর আধিকারিকরা। পাচারচক্রের শিকড় কতদূর বিস্তৃত এবং এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত, তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

নজরদারি ও নিরাপত্তা

এদিনের এই বড় সাফল্য প্রমাণ করে দিল যে, ভারত-বাংলাদেশ জলসীমান্তে নিরাপত্তা সংস্থাগুলির কড়া নজরদারি পাচারকারীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। উপকূল রক্ষী বাহিনীর এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় প্রশাসন। সমুদ্রপথে বেআইনি কার্যকলাপ রুখতে আগামী দিনেও এই ধরণের কড়া নজরদারি বজায় থাকবে বলে জানানো হয়েছে।

Advertisements