BJP workers join TMC: জঙ্গলমহলে ভাঙন ধরিয়ে দুই শতাধিক বিজেপি নেতা কর্মীর তৃণমূলে যোগ

more than two hundred BJP workers joined the Trinamool

মেদিনীপুর: বিধানসভা ভোটের শোচনীয় পরাজয়ের পর থেকেই বাংলাজুড়েই গেরুয়া শিবিরে (BJP) ভাঙন ধরেছে৷ সেই ধারা আরও মাত্রা পেয়েছে সদ্য সমাপ্ত বাংলার ১০৮টি পুরসভা নির্বাচনের পর৷

Advertisements

দলত্যাগের ধারা অব্যহত রেখেই পুরভোটের ফলাফল প্রকাশের পর জঙ্গলমহল জুড়ে বিজেপির ভাঙন শুরু হয়েছে৷ শনিবার পশ্চিম মেদিনীপুরে শালবনি ব্লক তৃণমূল দলীয় কার্যালয়ে ভবনে শালবনি ব্লকের তিন নম্বর অঞ্চল, ২ নম্বর অঞ্চল ও ৫ নম্বর অঞ্চলের প্রায় দুই শতাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করলেন৷

more than two hundred BJP workers joined the Trinamool

Advertisements

এদিন নব তৃণমূল কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন শালবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের বনভূমি কর্মদক্ষ নেপাল সিংহ৷ এই দলবদলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্দীপ সিংহ, অঞ্চল সভাপতি অসিত ঘোষ, গৌতম মাহাতো, কৌশিক হাজরাসহ অন্যান্য তৃণমূল নেতা-কর্মীরা৷

এইদিন সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্দীপ সিংহ বলেন, এলাকার উন্নয়ন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে৷ আমরা আগামী দিনে একত্রিত হয়ে আরও কীভাবে শালবনি ব্লকড়ে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাব, তার রূপরেখা তৈরি করব। পাশাপাশি তিনি আরও বলেন, আগামিদিনে শালবনি ব্লকজুড়ে বিজেপি শূন্য হয়ে যাবে৷ এদিকে, এই ভাঙনের ফলে অনেকটাই অস্বস্তিতে গেরুয়া শিবির।