News Desk: রাজ্যে আতঙ্ক ছড়াচ্ছে ওমিক্রন। বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এর মধ্যেই পড়ুয়াদের জমায়েতের ডাক দিল রাজ্য শিক্ষা দফতর। রাজ্যের এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই বিতর্কের সৃষ্টি হয়েছে।
নতুন বছরের ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত চলবে স্টুডেন্টস উইক। রাজ্যের প্রতিটি জেলায় স্টুডেন্টস উইক পালনের নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আগামী ১ ও ২ জানুয়ারি পড়ুয়াদের স্কুল মারফত মিড ডে মিল বিতরণ করা হবে। অভিভাবকদের দেওয়া হবে শুভেচ্ছাপত্র। এছাড়াও, ২৫ হাজার পড়ুয়াকে স্টুডেন্টস ক্রেডিট কার্ড দেওয়ার কর্মসূচি নিয়েছে শিক্ষা দফতর।
রাজ্য সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে বিরোধীরা। সম্প্রতি একটি তথ্য সামনে এসেছে যেখানে বলা হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে তৃতীয় ঢেউ আছড়ে পড়বে রাজ্যে। এই পরিস্থিতিতে পড়ুয়াদের জমায়েত যথেষ্ট চিন্তার কারণ। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা থাকলে রাজ্যের আরও সতর্ক হওয়া উচিত।