কমবে গরম, উন্নত হবে বাংলার আবহাওয়া, জানালো IMD

heatwave

তীব্র দহন জ্বালায় (Heatwave) পুড়ছে সমগ্র দেশ। কোথাও ৪২ ডিগ্রি তো আবার ৪৭ ডিগ্রি ছাড়িয়েছে তাপমাত্রা। বইছে লু-ও। বাংলার অবস্থাও কাহিল। তবে এবার এই আবহাওয়া নিয়ে ফের একবার বড় আপডেট দিল আইএমডি (IMD)।

Advertisements

আজ বৃহস্পতিবার তাপপ্রবাহ নিয়ে আইএমডির বিজ্ঞানী সোমা সেন বড় মন্তব্য করেছেন। তিনি বলেছেন, “আমাদের পূর্বাভাস অনুসারে, পশ্চিমবঙ্গে আগামী দু’দিন তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে। আমরা বেশ কিছু জেলায় রেড অ্যালার্ট অব্যাহত রেখেছি এবং ধীরে ধীরে এটি কমলা সতর্কতার দিকে অগ্রসর হবে। অন্যদিকে ওড়িশায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।”

আবহাওয়া বিজ্ঞানী আরও জানান, ‘আগামী ৫ ও ৬ মে থেকে পূর্ব ও উপদ্বীপীয় ভারতে যেখানে তাপপ্রবাহের পরিস্থিতি ভয়াবহ, সেখানে ধীরে ধীরে হ্রাস পাবে। গরমও কমবে।’ দেশের পার্বত্য রাজ্যগুলিতে তুষারপাতের পরিস্থিতি রয়েছে, অন্যদিকে সমতলে দাপিয়ে বেড়াচ্ছে তাপপ্রবাহ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২ মে মহারাষ্ট্র, গুজরাট, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, রায়লসীমা, তেলেঙ্গানা এবং ওড়িশার বেশিরভাগ অংশে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা ও মণিপুরে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

Advertisements

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় গিলগিট-বালতিস্তান, মুজাফফরাবাদ, লাদাখ, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে হালকা বৃষ্টি এবং বিক্ষিপ্ত তুষারপাত হতে পারে। অরুণাচল প্রদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর-পূর্ব ভারতের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে।