৩ ঘণ্টার মধ্যে নামবে বৃষ্টি, বাংলাতেও স্বস্তি, জানালো IMD

হাতে আর মাত্র কিছুক্ষণ, তারপরেই বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড়-বৃষ্টিতে ভিজতে চলেছে বহু রাজ্য। আর এই নিয়ে এবার চরম সতর্কতা জারি করল আইএমডি (IMD)। আপনিও কি…

হাতে আর মাত্র কিছুক্ষণ, তারপরেই বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড়-বৃষ্টিতে ভিজতে চলেছে বহু রাজ্য। আর এই নিয়ে এবার চরম সতর্কতা জারি করল আইএমডি (IMD)। আপনিও কি এখন বাড়ির বাইরে রয়েছেন? ছাতা সঙ্গে আছে তো? না থাকলে বিপদে পড়তে পারেন ।

আজ শুক্রবার আইএমডির তরফে এক বুলেটিন জারি করে জানানো হয়েছে, সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কিছু জায়গা এই যেমন দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, পশ্চিম অরুণাচল প্রদেশ, পশ্চিম আসাম এবং মেঘালয়ের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।

   

অন্যদিকে আগামী ৩ ঘণ্টায় উত্তর-পূর্ব বিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতা বা দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের চরম সতর্কতা থাকলেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গের বহু জেলা। আজ যেমন অতি ভারী থেকে অত্যাধিক ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। অন্যদিকে কমলা সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার এবং দার্জিলিং জেলায়।