Amit Shah: বিজেপি জিতলেই লক্ষ্মীর ভাণ্ডারে ৩ হাজার, বলেছিলেন শুভেন্দু, শাহ বললেন বাড়বে ১০০ করে

তৃণমূলের জনভিত্তি পোক্ত করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোক ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। সম্প্রতি সেই প্রকল্পে প্রাপ্যও বাড়ানো হয়েছে। মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকরারকে এই ধরণের প্রকল্পের জন্য…

if the bjp wins in Bengal it will increase rupees 100 in lakshmir bhandar scheme, লক্ষ্মীর ভাণ্ডার ১০০ টাকা বাড়বে অমিত শাহ

তৃণমূলের জনভিত্তি পোক্ত করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোক ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। সম্প্রতি সেই প্রকল্পে প্রাপ্যও বাড়ানো হয়েছে। মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকরারকে এই ধরণের প্রকল্পের জন্য বিরোধীদের নিসানাতেও পড়তে হয়েছে। তবে ভোট আবহে লক্ষ্মীর ভাণ্ডারই যে ট্রাম কার্ড তা বুঝছেন সব দলের নেতারাই। ফলে প্রচারে গিয়ে খোদ শুভেন্দু অধিকারীকে পর্যন্ত ঘোষণা করতে হয়েছিল যে, এ রাজ্যে বিজেপি জিতলেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মা, বোনেদের প্রাপ্য বেড়ে হবে ৩ হাজার করে। অর্থাৎ তিন গুণ টাকা বাড়বে। সায় ছিল বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারেরও। তবে, মঙ্গলবার অমিত শাহ জানিয়েছেন, বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাত্র ১০০ টাকা করে বাড়াবে।

শুভেন্দু-সুকান্তদের দাবি ওড়ালেন মোদীর ‘ডেপুটি’? এখন তা নিয়েই জোর জল্পনা।

   

Mamata Banerjee: ‘চুরির প্রমাণ কই?’, প্রশ্ন তুলেই মানহানি মামলার হুঁশিয়ারি মমতার

লক্ষ্মীর ভাণ্ডার তিন মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে নাকি প্রচার করছে বিজেপি। যা ‘মিথ্যা’ বলে এ দিন তোপ দেগেছেন মমতা, অভিষেক। কল্যাণীর জলসভা থেকে মুখ্যমন্ত্রীর সাফ কথা, ‘আপনারা ভয় পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে বলে? আরে বিজেপি জিতলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। বিজেপি জিতলে তো! এখান থেকে তো তৃণমূলের প্রার্থী জিতবেন। ভয় পাবেন না, দম থাকলে ওরা (বিজেপি) লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেখাক। আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার আমরা বুক দিয়ে আগলে রাখব। প্রধানমন্ত্রী বন্ধ করতে চাইলেও পারবেন না।’

BJP: জামিন চাইতে গিয়েছিলেন আদালতে! বিজেপি নেত্রীকে জেলে পাঠালেন বিচারক

লোকসভা ভোটের আগে কার্যত চ্যালেঞ্জ পদ্ম শিবিরকে। এরপরই উলুবেড়িয়ার সভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার ইস্যুতে মুখ খোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ করে দেবে। বিজেপি কোনও প্রকল্প বন্ধ করবে না। বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আরও ১০০ টাকা বাড়াবে।’