Abhishek Banerjee: কেন্দ্র না দিলে ঘাটাল মাস্টারপ্ল্যানের টাকা দেবেন মুখ্যমন্ত্রী: অভিষেক

Abhishek Banerjee

লোকসভা ভোটের আগে সরগরম দেশের রাজনীতি। বাংলাতেও তার উত্তাপ কম নয়। প্রতিদিনই নিজের নির্বাচনী এলাকায় প্রচার চালাচ্ছেন বিভিন্ন দলের মনোনীত প্রার্থীরা। জনসভা, রোড শো– সমস্ত কিছু মিলিয়ে মানুষের কাছে পৌঁছতে মরিয়া বিভিন্ন দল। প্রচারের ময়দানে নেমে ঘাটালে দেবের হয়ে প্রচার চালিয়েছেন তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

Advertisements

গতকাল ঘাটালে প্রচারে গিয়ে তিনি এবারের তৃণমূল প্রার্থী দেবকে পাশে দাঁড় করিয়ে ঘাটালের মাস্টারপ্ল্যান নিয়ে কেন্দ্রকে কটাক্ষ ছুঁড়ে দেন অভিষেক। তিনি বলেন, ‘দেব যখন ফেব্রুয়ারি আমাসে আমার সঙ্গে দেখা করতে এল, আমি বললাম তুমি অভিমানী হচ্ছ কেন? তারা মানুষের ঘরের টাকা বন্ধ করে রাখে ৬০ লক্ষ গরীব শ্রমিকের টাকা আটকে রাখে। যারা কোনও কৃষকদের স্বার্থে ঘাটাল মাস্টারপ্ল্যান করবে না।’

এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন সেকথাও তুলে ধরেন অভিষেক, ‘আমি মুখ্যমন্ত্রীকে ফোন করি, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেবকে বল যদি এক মাসের মধ্যে কেন্দ্র ঘাটাল মাস্টারের টাকা না ছাড়ে এই বছরে ৩১ ডিসেম্বরের আগে আমার সরকার ঘটাল মাস্টারপ্ল্যান করবে। ১৪০০ কোটি, ১৫০০ কোটি যা লাগুক আমাদের মা মাটি মানুষের সরকার দেবে।’

Advertisements

অভিষেকের মুখে এমন কথা শুনে স্বাভাবিক ভাবেই আপ্লুত ঘাটালবাসী। গতবার ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন অভিনেতা দেব। তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেব সাংসদ হওয়ার পর ঘাটলে নানা উন্নয়ন হয়েছে বলেই মনে করছে স্থানীয় অভিজ্ঞ মহলের একাংশ। এবারের লোকসভা ভোটে ঘাটলাবাসী কাকে বেছে নেয় সেটাই এখন দেখার।