Narendra Modi: ‘লুট হওয়া টাকা ফেরত দেব’, বাংলা থেকে বড় ঘোষণা মোদীর

সপ্তম দফা ভোটের আগে বাংলায় প্রচারে এসে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আজ, মঙ্গলবার অশোকনগরের জনসভা থেকে মোদী (Narendra Modi) লুট হওয়া…

-I will return the looted money narendra-modi from west bengal

সপ্তম দফা ভোটের আগে বাংলায় প্রচারে এসে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আজ, মঙ্গলবার অশোকনগরের জনসভা থেকে মোদী (Narendra Modi) লুট হওয়া টাকা ফেরতের প্রতিশ্রুতি দেন। এদিন বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার এবং বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে জয়যুক্ত করার আবেদন জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি, যারা দুর্নীতি করেছে, তাদের খুঁজে বার করব। গরিবের টাকা যারা লুট করেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। লুট হওয়া ১৭ হাজার কোটি টাকা মানুষকে ফেরত দিয়ে দিয়েছি। আপনাদের লুট হওয়া টাকাও ফেরত দেব। এটাই মোদী গ্যারান্টি।

   

তৃণমূল কংগ্রেসের তরফে বারংবার পিএম কেয়ার ফান্ডে দুর্নীতি হয়েছে বলে দাবি করা হয়। তবে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাফ জানিয়ে দিয়েছেন, তাঁর আমলে কেন্দ্রীয় স্তরে কোনও দুর্নীতি হয়নি। মোদী বলেন, আমি কেন্দ্রীয় স্তরে ১০ বছরে একটাও দুর্নীতি হতে দিইনি। যারা দুর্নীতি করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।

দেশের মধ্যে সেরা ফল দেবে বাংলা: মোদী

এনডিএ সরকারের আমলে কী কী কাজ হয়েছে, সেই খতিয়ানও এদিন তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মহিলাদের নামে পাকা বাড়ি দিচ্ছে সরকার। আগামী দিনে বিদ্যুৎ বিল শূন্য করে দেওয়া হবে। এজন্য বিশেষ প্রকল্পও চালু করা হয়েছে। সেই প্রকল্পে আবেদন করলে বাড়িতে সৌর প্যানেল বসানোর জন্য ৭৫ হাজার টাকা দেওয়া হবে।

সম্প্রতি ভারত সেবাশ্রম সংঘের এক মহারাজ এবং আসানসোল রামকৃষ্ণ মিশন সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে বিতর্কের সৃষ্টি হয়। সেই প্রসঙ্গ উল্লেখ করে মোদীর তোপ, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, ইসকনের সন্ন্যাসীদের অপমান করা হয়েছে। ভোটব্যাঙ্ককে খুশি করতে এমনটা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

তৃণমূল বনাম তৃণমূল! রড-লাঠি নিয়ে তৃণমূল নেতাকে বেধড়ক পেটালো দলেরই কর্মীরা

কলকাতা হাইকোর্টের নির্দেশে ওবিসি সার্টিফিকেট বাতিল ইস্যুতেও তৃণমূল সরকারকে আক্রমণ শানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এখানকার ওবিসিদের ধোঁকা দিয়েছে তৃণমূল। আদালতে তা ধরা পড়ে গিয়েছে। কিন্তু তৃণমূল সরকার বিচারকদের উপরও প্রশ্ন তুলছে। আমি তৃণমূলীদের প্রশ্ন করতে চাই, এ বার কি বিচারকদের পিছনেও গুন্ডা পাঠাবে?

প্রসঙ্গত, ১ জুন সপ্তম দফায় বারাসত, বসিরহাট সহ বাংলার ৯ কেন্দ্রে নির্বাচন। বারাসতে তৃণমূল টিকিট দিয়েছে বিদায়ী সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। আর বসিরহাট কেন্দ্রে জোড়াফুলের প্রার্থী হাজি নুরুল ইসলাম। এই কেন্দ্রে বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্র।

আবারও মমতার হাতে বাজল ‘মৃত্যুঘন্টা’! ৩২ বছর পর আসলে কীসের বার্তা?