Hooghly: কাগজ কুড়ানির বস্তায় জমেছে শ’য়ে শ’য়ে বাম ছাপ ব্যালট!

"Hundreds of Left-Front Print Ballot

পঞ্চায়েত ভোট শেষ। গণনা পর্বও শেষ তবে উত্তেজনা যেন কোনো ক্রমেই কমছে না। এখন ভোটের ব্যালট পেপার রাস্তাঘাটে গাছের শুকনো পাতার মত ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এবার ব্যালট উদ্ধার হল হুগলির (Hooghly) পান্ডুয়া থেকে। যেই ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।
পান্ডুয়ায় গণনা কেন্দ্রের পিছনে যত্রতত্র ছড়িয়ে পড়ে থাকতে দেখা যায় ব্যালট পেপার। বেশ কয়েকজন কাগজ কুড়ানি ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেন ব্যালট পেপার। এর পরে এই কথা চারিদিকে ছড়িয়ে পড়তেই উত্তপ্ত হয়ে ওঠে শাসক দলের বিরোধী পক্ষরা।

ঘটনাস্থল থেকে কয়েকশো ব্যালট পেপার উদ্ধার হয়। যার মধ্যে অধিকাংশে ছাপ লাগানো ছিল সিপিআইএম প্রতীকে। কিছু ব্যালটে ছিল বিজেপির প্রতীকে ভোট। গোটা ঘটনায় শাসক দল তৃণমূলের দিকে ব্যালট নষ্ট করার অভিযোগ এলাকাবাসীর। ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। চলে বিক্ষোভ। গোটা ঘটনার তদন্ত করার আশ্বাস দেয় পুলিশ।

   

এই বিষয়ে সিপিআইএম নেতা প্রদীপ সাহা জানিয়েছেন, “আমরা জানতে পারলাম ব্যালট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন জায়গায়। এখনো পর্যন্ত যা পেয়েছি পঞ্চায়েত সমিতির ৩৯ নম্বর বুথে প্রচুর ব্যালট পেপার যা সিপিআইএমের ছাপ দেওয়া ব্যালট পেপার। ধারণা তিন থেকে চারশো ব্যালট পেপার ওখানে রয়েছে। আমরা খবর পেয়েছি যারা কাগজ কুড়ায় তারা এখান থেকে একটা লট নিয়ে গেছে”।

বিজেপি জেলা সভাপতি তুষার মজুমদার জানিয়েছে, “পঞ্চায়েত ভোট নেওয়ার সময় এমনিতেই একটা দুর্নীতি হয়েছে। নকল ব্যালট পেপারও ব্যবহার করা হয়েছিল। চুরি হয়েছে। বিজেপির যতগুলো জিতেছিল সবকটা ব্যালট পেপার পড়ে আছে এভাবে ছড়িয়ে ছিটিয়ে। তৃণমূলরা হেরেছে তারাই এই কাজ করেছে। তৃণমূল দল এখানে যা জিতেছে জোর করে জিতেছে”।

পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি সহ বিভিন্ন জেলায় পঞ্চায়েতে ভোট গণনার পর রাস্তায় ছড়িয়ে থাকা ব্যালট উদ্ধার হয়। হুগলির জাঙ্গিপাড়ায় ব্যালট নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে। রিটার্নিং অফিসারকে ডেকে জবাব চেয়েছে আদালত। তারপরে ফের পান্ডুয়ায় ব্যালট পেপার উদ্ধারের এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন