বাংলার বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার বান্ডিল বান্ডিল ৫০০-র নোট

শনিবার, লোকসভা ভোটের ষষ্ঠ দফা। তার আগের দিন বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা (Cash Recovered) উদ্ধার হল। এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য…

huge-cash-seized-from-bjp-leader-of- West Midnapore-prasanta-bera

শনিবার, লোকসভা ভোটের ষষ্ঠ দফা। তার আগের দিন বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা (Cash Recovered) উদ্ধার হল। এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে। 

বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক প্রশান্ত বেরার গাড়ি থেকে ২৪ লক্ষ টাকা (Cash Recovered) উদ্ধার হয়েছে। এখনও টাকা গোনার কাজ চলছে। এই টাকা কোথা থেকে এল, তা নিয়ে প্রশ্ন করা হলে ওই বিজেপি নেতা কোনও সদুত্তর দিতে পারেননি।

   

আজ, শুক্রবার সকালে দাসপুর থানা এলাকায় নাকা তল্লাশি চালাচ্ছিল পুলিশ। সেই সময় প্রশান্ত বেরার গাড়ি থেকে টাকা উদ্ধার হয়। তবে অর্থের পরিমাণ ২৪ লক্ষের থেকে বাড়তেও পারে কারণ নোট গোনার কাজ এখনও চলছে।

এক্স হ্যান্ডেলে এই ঘটনার ভিডিয়ো পোস্ট করে তৃণমূল কংগ্রেস লিখেছে, টাকা বিলি করে ভোট কেনার চেষ্টা করছে বিজেপি। আরেক বিজেপি নেতা, দাসপুরের প্রশান্ত বেরার গাড়ি থেকে হিসেব বহির্ভূত ২৪ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। পরাজয় নিশ্চিত জেনে বিজেপি ভোট কেনার চেষ্টা চালাচ্ছে। 

Nandigram BJP: ভোটের আগের দিন গ্রেফতার নন্দীগ্রামের হেভিওয়েট বিজেপি নেতা

এর আগে মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের ‘ঘনিষ্ঠ’ এক নেতার কাছ থেকে উদ্ধার হয়েছিল ৩৫ লক্ষ টাকা। হোটেল থেকে সেই টাকা উদ্ধার হয়। ওই বিজেপি নেতার নাম সমিত মণ্ডল বলে জানায় পুলিশ। ওই টাকা কীসের তার কোনও উত্তর দিতে পারেননি তিনি। 

লোকসভা ভোটের আগে খড়গপুরের একটি হোটেলে তল্লাশি অভিযান চালাচ্ছিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। সেখানেই ছিলেন বিজেপি নেতা সমিত মণ্ডল। তাঁর ঘরে ৩৫ লক্ষ টাকারও বেশি উদ্ধার হয় বলে জানায় পুলিশ। সেই টাকা বাজেয়াপ্ত করা হয়। 

খুনিদের সঙ্গে আইসি-র মিটিং! নন্দীগ্রাম থানায় দাঁড়িয়ে তুলকালাম অভিযোগ শুভেন্দুর

ওই ঘটনায় ভিডিয়ো পোস্ট করে এক্স হ্যান্ডেলে তৃণমূল লেখে, জয়ের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসায় মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল ইতিমধ্যে গোপন লেনদেন শুরু করেছে। খড়গপুরের হোটেলে তল্লাশি চালিয়ে তাঁর ঘনিষ্ঠ সহযোগী সমিত মণ্ডলের কাছ থেকে ৩৫ লক্ষেরও বেশি টাকার হিসাব বহির্ভূত নগদ বাজেয়াপ্ত করেছে জেলা পুলিশ।