উচ্চ-মাধ্যমিক পরীক্ষার মাঝে তীব্র পেটে ব্যথা, হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দিলেন ছাত্রী

উচ্চ-মাধ্যমিক পরীক্ষার মধ্যে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল খিদিরপুর কলোনি নেতাজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই এক ছাত্রী আচমকা অসুস্থ হয়ে পড়েন। তীব্র…

hs-exam-2025-student-stomach-pain-hospital-bed

short-samachar

উচ্চ-মাধ্যমিক পরীক্ষার মধ্যে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল খিদিরপুর কলোনি নেতাজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই এক ছাত্রী আচমকা অসুস্থ হয়ে পড়েন। তীব্র পেটে ব্যথা ও বমির কারণে তাকে তড়িঘড়ি উদ্ধার করে বহড়ান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে জানা যায়, ডিহাইড্রেশনের কারণে তার শরীরে এমন সমস্যা দেখা দিয়েছিল।

   

স্কুল সূত্রে খবর, ওই ছাত্রীর নাম নূরেফা খাতুন। তিনি মহিষমারা ঘোড়ামারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। তার পরীক্ষাকেন্দ্র ছিল খিদিরপুর কলোনি নেতাজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। পরীক্ষা শুরুর মাত্র ১০ মিনিটের মধ্যে তিনি অসুস্থ বোধ করেন। কর্তৃপক্ষ কোনও ঝুঁকি না নিয়ে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর কড়া নিরাপত্তার মধ্যে হাসপাতালের বেডে বসেই তিনি ইংরেজি বিষয়ের পরীক্ষা সম্পন্ন করেন।

পরীক্ষার পর্যবেক্ষক হাসিনুর রহমান জানান, “নূরেফা খাতুন পরীক্ষা দিচ্ছিলেন। শুরুর ১০ মিনিটের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। আমরা তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাই। ডাক্তাররা চিকিৎসা শুরু করেন, এবং আস্তে আস্তে তিনি সুস্থ হয়ে ওঠেন।” তিনি আরও বলেন, পরীক্ষার নিয়ম মেনে হাসপাতালে বসেই তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়।

চিকিৎসকদের মতে, পানিশূন্যতার কারণে নূরেফার শরীরে এই সমস্যা হয়েছিল। সময়মতো চিকিৎসায় তার অবস্থার উন্নতি হয়। এই ঘটনা পরীক্ষাকেন্দ্রে উপস্থিত অন্য পরীক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে উদ্বেগ ছড়ালেও কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি সামাল দেয়।

এই ঘটনা পরীক্ষার সময় ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যের প্রতি আরও সতর্কতার প্রয়োজনীয়তা তুলে ধরেছে। শিক্ষকরা মনে করছেন, নূরেফার এই অভিজ্ঞতা অন্যদের জন্যও শিক্ষণীয় হবে।