Tuesday, November 25, 2025
HomeWest Bengalহাওড়ায় গুলিবিদ্ধ তৃণমূল যুব নেতা, সংকটজনক অবস্থায় আনা হল এসএসকেএম হাসপাতালে

হাওড়ায় গুলিবিদ্ধ তৃণমূল যুব নেতা, সংকটজনক অবস্থায় আনা হল এসএসকেএম হাসপাতালে

হাওড়া শিবপুরে তৃণমূল পার্টি অফিসের সামনে গুলিবিদ্ধ যুব নেতা (Youth leader)। যুব নেতাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি। হাওড়া পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূললের যুব নেতা (Tmc youth leader) আবদুল কাদির। পুলিশ সূত্রে খবর ঘটনাটি ঘটেছে সাড়ে দশটা থেকে পৌনে এগারোটা নাগাদ। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ বাহিনী। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।

Advertisements

যুব তৃণমূল নেতার অবস্থা সংকট জনক বলেই সূত্রের খবর। তাকে নিয়ে যাওয়া হয়েছে কলকাতার এসএসকেএম হাসপাতালে।

   

জখম আব্দুল কাদির, হাওড়া পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল নেতা। রাত সাড়ে দশটা নাগাদ শিবপুরে দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়েছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময় বাইকে করে তিন দুষ্কৃতী আসে। যুব তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। কমপক্ষে ৬ রাউন্ড গুলি চলে বলেই দাবি। মুহূর্তের মধ্যে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন যুব তৃণমূল নেতা। লোকজন জড়ো হয়ে যায়। পরিস্থিতি বেগতিক বুঝে বাইক নিয়ে দ্রুত গতিতে এলাকা ছাড়ে দুষ্কৃতীরা।

Advertisements

স্থানীয়রাই তড়িঘড়ি তৃণমূল নেতাকে উদ্ধার করেন। রক্তাক্ত অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই তৃণমূল নেতার শরীরে একাধিক গুলির আঘাতের চিহ্ন রয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুষ্কৃতীদের মুখ ঢাকা ছিল। তাদের সকলের মাথায় ছিল হেলমেট। তাই কে বা কারা যুব তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালাল, তা এখনও স্পষ্ট নয়। ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। তার মাধ্যমে দুষ্কৃতীদের শনাক্ত করা সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে। ব্যক্তিগত কোনও শত্রুতার জের নাকি এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক কোনও যোগসাজশ রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে রাতের হাওড়ায় গুলি চলার ঘটনায় স্বাভাবিকভাবেই বড়সড় প্রশ্নচিহ্নের মুখে নিরাপত্তা।

 

Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
RELATED ARTICLES

Most Popular

Recent Comments