নবান্ন অভিযানে যান চলাচলে পরিবর্তন, বিশেষ নির্দেশিকা জারি হাওড়া সিটি পুলিশের

আগামী শনিবার, ৯ আগস্ট ২০২৫, নবান্ন অভিযানের জেরে হাওড়া ও কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজসহ বিভিন্ন সংগঠনের…

আগামী শনিবার, ৯ আগস্ট ২০২৫, নবান্ন অভিযানের জেরে হাওড়া ও কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজসহ বিভিন্ন সংগঠনের ডাকা এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে হাওড়া সিটি পুলিশ বিশেষ ট্রাফিক (Howrah Traffic Diversion) নির্দেশিকা জারি করেছে। পুলিশের আশঙ্কা, অভিযানের কারণে হাওড়া ও কলকাতার একাধিক রাস্তায় দীর্ঘ যানজটের পরিস্থিতি তৈরি হতে পারে। জনস্বার্থে এবং সাধারণ মানুষের স্বাচ্ছন্দ্য বজায় রাখতে আগাম বিকল্প পথের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ১৬ নম্বর জাতীয় সড়ক (NH-16) বরাবর কোলাঘাট দিক থেকে আসা গাড়িগুলি যারা কোনা এক্সপ্রেসওয়ে, হাওড়া-আমতা রোড বা হাওড়া-আন্দুল রোড ধরে দ্বিতীয় হুগলি সেতু ব্যবহার করে কলকাতায় যেতে চান, তারা বিকল্প হিসেবে ধুলাগড়–নিবরা–সালোপ–পাকুরিয়া–সিসিআর ব্রিজ হয়ে নিবেদিতা সেতু ব্যবহার করতে পারেন। এতে মূল রুটে ভিড় কমবে এবং দ্রুত গন্তব্যে পৌঁছনো যাবে।

   

এছাড়া ডানকুনি দিক থেকে আসা যেসব গাড়ি দ্বিতীয় হুগলি সেতুর দিকে যাচ্ছে, তাদেরও পরামর্শ দেওয়া হয়েছে নিবেদিতা সেতু ব্যবহার করার। এতে শিবপুর ও কাজীপাড়া অঞ্চলের যানজট এড়ানো সম্ভব হবে।

কলকাতা থেকে আসা হাওড়াগামী গাড়িগুলির ক্ষেত্রেও একই নির্দেশ রয়েছে। যদি তারা দ্বিতীয় হুগলি সেতু বা হাওড়া ব্রিজ ব্যবহার করতে চান, তবে তাদের নিবেদিতা সেতুর দিকে মোড় নিতে বলা হয়েছে। এতে হাওড়া ময়দান, শিবপুর এবং মল্লিক ফাটাক অঞ্চলে গাড়ির চাপ কম থাকবে।

হাওড়া রেলওয়ে স্টেশন ও উত্তর হাওড়া অঞ্চল থেকে কলকাতাগামী গাড়ির জন্য নির্দেশিকা
যেসব যানবাহন হাওড়া ব্রিজ বা দ্বিতীয় হুগলি সেতুর মাধ্যমে কলকাতায় যেতে চায়, তারা জিটি রোড ধরে গিয়ে নিবেদিতা সেতু ব্যবহার করতে পারে।

কাজীপাড়া–দ্বিতীয় হুগলি সেতু অঞ্চলে বিশেষ রুট পরিবর্তন

ফোরশোর রোড ধরে কাজীপাড়া থেকে রামকৃষ্ণপুর ক্রসিং পর্যন্ত যাতায়াত করা যাবে।

Advertisements

হাওড়া রেলওয়ে স্টেশন থেকে গ্র্যান্ড ফোরশোর রোড ব্যবহার করার পরামর্শ।

এইচএম বোস রোড/আরবি সেতু/এইচআইটি ব্রিজ ব্যবহার করে হাওড়া ব্রিজে প্রবেশ সম্ভব।

এইচআইটি ব্রিজ থেকে আরবি সেতু হয়ে এমবি রোড–এনএস রোড–মল্লিক ফাটাক–বেলেপোল হয়ে হ্যাংসাং ক্রসিং যাওয়া যাবে।

হাওড়া সিটি পুলিশ জানিয়েছে, অভিযানের দিন সকাল থেকেই একাধিক মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। যাত্রীদের অনুরোধ করা হয়েছে, প্রয়োজনে যাত্রাপথে বাড়তি সময় হাতে রেখে রওনা হতে এবং গুগল ম্যাপ বা ট্রাফিক কন্ট্রোল রুমের হেল্পলাইন ব্যবহার করে রিয়েল-টাইম আপডেট নিতে।

নবান্ন অভিযান ঘিরে হাওড়া ও কলকাতায় রাজনৈতিক উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করলে কোনও বাধা দেওয়া হবে না, তবে জনজীবন ব্যাহত করে এমন কোনও পদক্ষেপ নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ট্রাফিক পুলিশের এই উদ্যোগ মূলত সাধারণ যাত্রী ও অফিসগামী মানুষকে অপ্রয়োজনীয় ভোগান্তি থেকে রক্ষা করতেই।

পুলিশ আশা করছে, নির্ধারিত বিকল্প রুট ও নির্দেশিকা মেনে চললে অভিযানের দিন যানজটের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News