Howrah Station: হাওড়া স্টেশনে মহিলাকে ছুরি মেরে খুন! বিবাহ বহির্ভূত সম্পর্কের জের?

ব্যস্ততম হাওড়া স্টেশনে আচমকা আতঙ্ক। দিনেদুপুরে ছুরি মেরে খুন করা হল এক মহিলাকে। এই খুনের নেপথ্যে রয়েছেন নিহতের এক পূর্বপরিচিত বলে পুলিশ জানিয়েছে। অভিযুক্তের কাছ…

Child Abduction Attempt at Howrah Station Raises Concerns Over Passenger Safety

short-samachar

ব্যস্ততম হাওড়া স্টেশনে আচমকা আতঙ্ক। দিনেদুপুরে ছুরি মেরে খুন করা হল এক মহিলাকে। এই খুনের নেপথ্যে রয়েছেন নিহতের এক পূর্বপরিচিত বলে পুলিশ জানিয়েছে। অভিযুক্তের কাছ থেকে রক্তমাখা ছুরিও উদ্ধার করা হয়। হাওড়ার গোলাবাড়ি থানার পুলিশ অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

   

পুলিশ সূত্রে খবর, বনগাঁ ঠাকুরনগরের বাসিন্দা পিন্টু বিশ্বাস তাঁর স্ত্রী রিভু এবং ছেলেমেয়েকে নিয়ে হাওড়া স্টেশনে ছাড়তে এসেছিলেন মুম্বইবাসী বালেশ্বর যাদবকে। ২৩ নম্বর প্ল্যাটফর্মের পার্সেল ডিপার্টমেন্টের পাশে সবাই মিলে চা খাচ্ছিলেন। হঠাৎই বালেশ্বর জানায়, তার মাথায় যন্ত্রণা হচ্ছে। পিন্টুকে ওষুধ কিনে আনতে বলে। পিন্টু ওষুধ কিনতে যেতেই বালেশ্বর ব্যাগ থেকে ছুরি বার করে পিন্টুর স্ত্রীর পেটে ঢুকিয়ে দেয়। যন্ত্রণায় ওই মহিলা চিৎকার করতে থাকেন।

প্রাথমিকভাবে হতভম্ভ হয়ে পড়েন যাত্রীরা। পরে বালেশ্বরকে ধরতে ছুটে যান তারা। চলে আসে আরপিএফও। অভিযোগ, বালেশ্বর তখন ছুরি উঁচিয়ে সবাইকে ভয় দেখায়। পরে বাঁশ নিয়ে তাকে তাড়া করে স্টেশনে থাকা লোকজন। তখনই তার হাত থেকে ছুরিটি পড়ে যায়। ফলে তাকে ধরে ফেলে আরপিএফ। গোলাবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে।

Amit Shah: ‘মমতা হীরক রানি’, একেবারে চাঁচাছোলা অমিত শাহ

ততক্ষণে গুরুতর জখম অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল ওই মহিলাকে। সেখানেই পরে তিনি মারা যান। প্রেমঘটিত কারণেই খুন বলে পুলিশের প্রাথমিক অনুমান।

জানা গিয়েছে, পিন্টু বিশ্বাস তাঁর পরিবারকে নিয়ে মুম্বইতে বসবাস করতেন। সেখানে বালেশ্বরের সঙ্গে একই হোটেলে কাজ করতেন তিনি। সেখানেই তাঁর স্ত্রীর সঙ্গে বালেশ্বরের পরিচয় হয়। ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশকর্তাদের ধারণা, সম্পর্কের টানাপড়েনের জেরেই এই খুন।