কলকাতা: রেলের ইতিহাসে বড় মাইলফলক! একশো বছরের গর্বিত পথ চলা ছুঁয়ে ফেলছে হাওড়া ডিভিশন। সেই শতবর্ষ উদ্যাপনকে ঘিরে শুধুই নস্টালজিয়া নয়, আসছে আধুনিকতার ছোঁয়া—নতুন প্ল্যাটফর্ম, থিম-পেইন্টিং থেকে শুরু করে ব্যান্ডেলকে ঘিরে রেলপথ বদলের নকশা।
প্ল্যাটফর্ম থেকে পেন্টিং—শুরু শতবর্ষের সেলিব্রেশন Howrah Railway Division centenary
১৯২৫ সালে জন্ম নেওয়া হাওড়া ডিভিশনের এবার শতবর্ষ। সেই উপলক্ষে গোটা এক মাস ধরে চলবে নানা অনুষ্ঠান। প্রথম বড় চমক—হাওড়া স্টেশনে খুলে যাচ্ছে নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম। এর পাশাপাশি রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিন-এ দেখা যাবে রেলের শতবর্ষ উদ্যাপন থিমে আঁকা বিশেষ চিত্র। লোকাল ট্রেনেও আঁকা হবে হাওড়ার ঐতিহাসিক সফরের গল্প।
স্টেশনগুলিতে চলবে কর্মসূচি, প্রদর্শনী ও যাত্রী পরিষেবার নানা ক্যাম্প—রেলের কথায়, ‘‘এই উদ্যাপন শুধুই উৎসব নয়, এটা আমাদের ভবিষ্যতের প্রস্তুতি।’’
ব্যান্ডেল হয়ে উঠছে নতুন রেল হাব Howrah Railway Division centenary
অফিস টাইমে লোকাল ট্রেনের দেরি, অতিরিক্ত ভিড়—যাত্রীদের বহু পুরনো অভিযোগ। এবার সেই সমস্যার সমাধানে রেল তাকিয়ে ব্যান্ডেলের দিকে। ব্যান্ডেল ইয়ার্ডে তৈরি হচ্ছে কোচিং ডিপো, যার মাধ্যমে উত্তর ও পূর্ব ভারতের দিকে চালানো হবে দূরপাল্লার ট্রেন। অর্থাৎ, হাওড়ার ওপর চাপ কমিয়ে নতুন রুট তৈরির পথে হাঁটছে রেল।
আরও বড় খবর—বাঁশবেড়িয়ায় তৈরি হচ্ছে ‘গতি শক্তি কার্গো টার্মিনাল’, যা পণ্য পরিবহণে দেবে নতুন গতি। হাওড়া ডিভিশনের DRM সঞ্জীব কুমার জানিয়েছেন, ‘‘চলতি বছরই এই টার্মিনাল চালু করার লক্ষ্য রাখা হয়েছে।’’
হাওড়ার শতবর্ষ: ইতিহাসের পাতায় এক নতুন অধ্যায় Howrah Railway Division centenary
ভারতের রেল মানচিত্রে হাওড়া শুধু একটা স্টেশন নয়, এক ঐতিহ্য। ১৯২৫ সালে ‘নতুন ডিভিশন’ হিসেবে আত্মপ্রকাশ করা হাওড়া আজ দেশের অন্যতম ব্যস্ত ডিভিশন। শতবর্ষ মানে শুধু পেছনে তাকানো নয়—এটা ভবিষ্যতের দিকেও এগিয়ে যাওয়ার সময়। আর সেখানেই হাওড়ার পরবর্তী ইনিংসে ব্যান্ডেল, বাঁশবেড়িয়া, আধুনিক স্টেশন পরিকাঠামো—সবই গুরুত্বপূর্ণ।
West Bengal: Howrah Railway Division celebrates 100 years with modernization! New platform, themed paintings, and Bandel rail hub development mark this milestone. Passenger facilities expand, along with a cargo terminal. A historic yet forward-looking transformation!