গ্রামের সাধারণ জীবনযাত্রা নিয়ে দীর্ঘদিন ধরে চরম অসন্তোষ বিরাজ করছে। ভাঙাচোরা রাস্তা, অসম্পূর্ণ নিকাশি ব্যবস্থার কারণে গ্রামবাসীরা চরম দুর্ভোগের মুখে পড়েছেন মানুষ বর্ষার সময় রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে, এবং নিম্নমানের মালমশলা ব্যবহার করে নির্মিত নালা অল্প দিনের মধ্যে ভেঙে যায়। এই অবস্থা প্রতিনিয়ত গ্রামবাসীর জীবনকে প্রভাবিত করছে। গ্রামবাসীরা বারবার পুকুর সংস্কার, রাস্তা মেরামত এবং নিকাশি ব্যবস্থা উন্নয়নের জন্য আবেদন জানিয়েও কোনো কার্যকর সুরাহা পাননি।
প্রশাসনের উদাসীনতা এবং প্রকল্পের মানহীনতার কারণে এলাকায় উন্নয়নের ছিটেফোঁটাও দেখা যায়নি। বারবার অভিযোগ জানানো সত্ত্বেও মূল সমস্যা সমাধানে পদক্ষেপ নেই।ঘটনাটি ডোমজুড় থানা এলাকায়, হাওড়ার কোলড়া ২ নম্বর পঞ্চায়েতের।
শনিবার এই সব সমস্যার প্রতিবাদ জানাতে গ্রামবাসীরা পঞ্চায়েত অফিসে যান। তারা আশা করেছিলেন, প্রধান বা উপপ্রধান তাদের সমস্যাগুলি শুনবেন এবং সমাধানের জন্য পদক্ষেপ নেবেন। কিন্তু সেখানে পৌঁছানোর পর দেখা যায়, কেউই উপস্থিত নেই। প্রধান এবং উপপ্রধান দু’জনেই অনুপস্থিত। এরপরই গ্রামবাসীরা দাবি করেন, ”অনেক বার পঞ্চায়েতে চিঠি দিয়ে এলাকার সমস্যার কথা জানিয়েছি। ওঁরা গ্রাহ্য করেননি। তাই পঞ্চায়েত অফিসে আমরা তালা ঝুলিয়েছি।’

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
