Lakshmi puja: লক্ষ্মীপুজোর থিম দেখলে চমকে যাবেন, খালনায় জনজোয়ার

khalna laxmipuja

দূর্গাপুজো মানেই শহর কলকাতা সহ জেলার পুজো৷ সেখানেও থিমের ছড়াছড়ি। কিন্তু লক্ষ্মীপুজোতেও (Lakshmi puja) থিমের ছড়াছড়ি। এমনটাই নজর কেড়েছে হাওড়ার গ্রাম খালনা। করোনার রেশ কাটিয়ে এবারে নেমেছে মানুষের ঢল। রাত বাড়ার সাথে সাথে বাড়ছে মানুষের ভিড়।

হাওড়ার বাগনান থেকে ১৯ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামে ২৫০ এর বেশী বারোয়ারী লক্ষ্মীপুজো হয়ে থাকে। এই গ্রামের লক্ষ্মীপুজো আয়োজন কলকাতার দূর্গাপুজোগুলির মতোই৷ তিনদিন ধরেই জনজোয়ার নামে এই গ্রামে।

   

Howrah Lakshmi puja Khalna pandal decoration

হাওড়া জেলার বর্ধিষ্ণূ গ্রাম খালনা। এক সময় ব্যবসা বাণিজ্য ছিল এই গ্রামের মানুষের অর্থ উপার্জনের মূল ভিত্তি৷ সেই বণিক সম্প্রদায়ের হাতে পুজিত হতেন মা লক্ষ্মী। পরে তা বারোয়ারীতে পরিণত হয়।

Howrah Lakshmi puja Khalna pandal decoration

এখন এই গ্রামটিকে লক্ষ্মী গ্রাম বলেও চেনেন অনেকে। চারুময়ী লক্ষ্মীতলা, কৃষ্ণরায়তলা ও ক্ষুদিরায়তলার পুজো বহুদিন ধরে হয়ে আসছে। ৩৫ থেকে ৪০ টি বিশেষ পুজো প্রত্যেক বছরেই নজর কাড়ে৷ এর কয়েকটি পুজো কয়েক’শো বছর ধরে হয়ে আসছে।

বারাসাতের কালীপুজো, চুঁচুড়ার কার্তিক এবং কালনার সরস্বতী পুজোর মতোই বিরাট উন্মাদনা থাকে খালনার লক্ষ্মীপুজোতে। একেবারে উৎসবের রঙিন আলোতে ভরে ওঠে খালনা সহ আশেপাশের গ্রামগুলিও।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন