পুজোর মুখেই কর্মহারা বহু শ্রমিক, বন্ধ হয়ে গেল হাওড়ার এই জুটমিল

পুজোর মরসুমেই কর্মীদের মাথায় হাত৷ কারণ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল জুটমিল (Jute Mill Closed)৷ বেকার হলেন হাজার হাজার শ্রমিক৷ রাতারাতি বন্ধ হাওড়ার দাসনগরের ভারত…

kik 1 পুজোর মুখেই কর্মহারা বহু শ্রমিক, বন্ধ হয়ে গেল হাওড়ার এই জুটমিল

পুজোর মরসুমেই কর্মীদের মাথায় হাত৷ কারণ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল জুটমিল (Jute Mill Closed)৷ বেকার হলেন হাজার হাজার শ্রমিক৷ রাতারাতি বন্ধ হাওড়ার দাসনগরের ভারত জুট মিল। এই পুজোর মুখে কাজ হারিয়ে সকলেরই মাথায় আকাশ ভেঙে পরার মতো অবস্থা৷ পুজোর বোনাস পাওয়ার তো অনেক দূরের বিষয়৷ বেতন-গ্রাচুয়িটির টাকার হিসেবেও নেই কারোর কাছে৷

কিন্তু হঠাৎ কী কারণে এই জুটমিল বন্ধ হয়ে গেল সেই বিষয় নিয়ে কিছুই জানা যায়নি৷ আজ সকালেই জুটমিলের সমস্ত কর্মীই এ দিন সকালে জুটমিলের সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করেন কর্মহারা শ্রমিকরা।

   

জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার সকালে সকলেই কাজে আসেন কিন্তু এসে দেখেন দাসনগরের ভারত জুটমিলের গেট বন্ধ৷ এরপরই তাঁরা দেখেন গেটের সামনে লেখা ঝুলছে সাসপেনশন অব ওয়ার্কের নোটিস। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল জুটমিল। যদিও এর আগে কর্মীদের আগাম কোনও নোটিস দেওয়া হয়নি কিন্তু কিন্তু রাতারাতি বন্ধ করে দেওয়া হয় ভারত জুটমিলের গেট৷

এভাবে কর্মহীন হয়ে পড়ায় হতবাক কর্মীরা। কারণ সকলেরই পরিবার রয়েছে৷ পুজোর মুখে কী করবেন, রাতারাতি কোথায় পাবেন কাজ৷ কোথা থেকে রোজগার হবে,তা ভেবেই ভেঙে পরেছেন সকেলই৷ প্রতিদিনের মতো আজ সকালে এসে গেটের সামেন এই নোটিস দেখে সকলেরই মাথায় আকাশ ভেঙে পরার মতো অবস্থা৷

জুটমিলের বাইরে ঝোলা নোটিসে বলা হয়েছে, ভারত জুটমিলের তাঁত বিভাগের অবৈধ ধর্মঘটের কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে মালিক কর্তৃপক্ষ। কবে ফের এই জুটমিল খুলবে সেই বিষয় নিয়ে এখনই রকেউ জানেন না৷ জানা গিয়েছেষ শাসক দল ঘনিষ্ঠ ইউনিয়ন তাদের এবং কর্তৃপক্ষের উপরে চাপ সৃষ্টি করছে। ফলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর কতডপক্ষের৷