Remal: তাণ্ডব চালাতে পারে ‘রেমাল’, বিপদে সাহায্য পেতে সেভ করে রাখুন এই হেল্পলাইন নম্বর

রাজ্যের একাধিক জেলায় তাণ্ডব চালাতে পারে ঘূর্ণিঝড় ‘রেমাল’ (Remal)। বড়সড় বিপর্যয়ের আশঙ্কা করছেন লক্ষ লক্ষ মানুষ। ঘূর্ণিঝড়ের জেরে ব্যাপক প্রভাবিত হতে পারে রেল চলাচল। ইতিমধ্যেই…

Remal Remal: তাণ্ডব চালাতে পারে ‘রেমাল’, বিপদে সাহায্য পেতে সেভ করে রাখুন এই হেল্পলাইন নম্বর

রাজ্যের একাধিক জেলায় তাণ্ডব চালাতে পারে ঘূর্ণিঝড় ‘রেমাল’ (Remal)। বড়সড় বিপর্যয়ের আশঙ্কা করছেন লক্ষ লক্ষ মানুষ। ঘূর্ণিঝড়ের জেরে ব্যাপক প্রভাবিত হতে পারে রেল চলাচল। ইতিমধ্যেই বেশ কিছু ট্রেন বাতিল করেছে রেল। একই সঙ্গে মাইকে প্রচারও চালানো হচ্ছে বিভিন্ন স্টেশনে। এরই মধ্যে যাত্রীদের সুবিধার জন্য বিশেষ হেল্পলাইন নম্বর চালু করল পূর্ব রেলের হাওড়া ডিভিশন।

ট্রেন চলাচল সংক্রান্ত কোনও তথ্যের জন্য এই নম্বরগুলিতে যোগাযোগ করতে পারবেন পূর্ব রেলের হাওড়া ডিভিশনের যাত্রীরা। জরুরিকালীন সহায়তার জন্য রেলের তরফে যে দুটি নম্বর দেওয়া হয়েছে, সেগুলি হল – 22933, 03326413660। কন্ট্রোল রুমের দেখভালের জন্য চার আধিকারিককেও নিয়োগ করা হয়েছে।

   

ইতিমধ্যেই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে। ক্রমেই তা স্থলভাগের দিকে এগিয়ে আসছে। মূল ভূখণ্ডের সঙ্গে নিম্নচাপের দূরত্ব ক্রমেই কমছে। তীব্র ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করেছে দক্ষিণ পূর্ব রেল। বাতিল ট্রেনের মধ্যে দিঘার ট্রেনই বেশি। কয়েকটি ট্রেনের যাত্রাপথও পরিবর্তন করা হয়েছে।

জল চাওয়ার অজুহাতে মহিলার শ্লীলতাহানি! CRPF জওয়ানের বিরুদ্ধে নোংরামির অভিযোগ

বাতিল ট্রেনের তালিকা

২২৮৯০ পুরী-দিঘা সুপারফাস্ট সাপ্তাহিক এক্সপ্রেস (শনিবার বাতিল)

২২৮৯৭ হাওড়া-দিঘা কাণ্ডারী এক্সপ্রেস (রবিবার বাতিল)

২২৮৯৮ দিঘা-হাওড়া কাণ্ডারী এক্সপ্রেস (রবিবার বাতিল)

০৮১৩৭ পাঁশকুড়া-দিঘা মেমু প্যাসেঞ্জার (রবিবার বাতিল)

০৮১৩৯ পাঁশকুড়া-দিঘা লোকাল ট্রেন (রবিবার বাতিল)

Lok Sabha Election: বুথ দখল করে দেদার ছাপ্পা দিচ্ছে তৃণমূল! চাঞ্চল্যকর অভিযোগ হলদিয়ায়

০৮১৩৬ দিঘা-পাঁশকুড়া লোকাল ট্রেন (সোমবার বাতিল)

০৮১৩৮ দিঘা-পাঁশকুড়া মেমু প্যাসেঞ্জার স্পেশাল (সোমবার বাতিল)

রবিবারের ২২৮৮৯ দিঘা-পুরী সুপারফাস্ট সাপ্তাহিক এক্সপ্রেস দিঘার পরিবর্তে খড়গপুর থেকে ছাড়বে

রবিবারের মধ্যে বাংলাদেশ এবং সাগরের মাঝে আছড়ে পড়তে পারে ‘রেমাল’। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সাগর দ্বীপ থেকে বর্তমানে ঘূর্ণিঝড়টি প্রায় ৩৮০ কিলোমিটার দূরে রয়েছে। রবিবার রাতে সেটি বাংলাদেশ ও সাগর দ্বীপের মাঝে আছড়ে পড়বে বলে পূর্বাভাস। ল্যান্ডফলের সময়ে হাওয়ার গতিবেগ ১৩০ কিমি প্রতি ঘণ্টা হতে পারে।

Lok Sabha Election: বিজেপিকে ভোট দিন! ভোটারদের ধমকি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের

সমুদ্রে থাকা মৎস্যজীবীদের দ্রুত ফিরে আসতে বলা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মাঝারি বৃষ্টি হতে পারে। ২৬ ও ২৭ মে দক্ষিণ-উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।