হাওড়ায় পুলকার দুর্ঘটনা, পুকুরে পড়ে তিন পড়ুয়ার মৃত্যু, আহত ১

howrah-accident-school-vehicle-topples-into-pond-claims-three-young-lives
howrah-accident-school-vehicle-topples-into-pond-claims-three-young-lives

সোমবার দুপুরেই উলুবেড়িয়ায় (Howrah) ঘটে গেল ভয়াবহ এক সড়কদুর্ঘটনা। সোমবার স্কুল থেকে ফেরার পথে রওনা দেওয়া একটি পুলকার হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সোজা পাশের পুকুরে উল্টে পড়ে। ঘটনার কয়েক মিনিটের মধ্যেই স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে স্কুল কর্তৃপক্ষ—সবাই ছুটে আসেন পুকুরের ধারে। তবে তাঁদের প্রাণপণ চেষ্টাও শেষরক্ষা করতে পারেনি তিনটি নিষ্পাপ প্রাণের।

চালকের রেষারেষি নাকি যান্ত্রিক ত্রুটির কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারায়—তা এখনও স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের ভিতরে ঢুকে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই পুলকারটি সম্পূর্ণভাবে জলের তলায় তলিয়ে যায়।

   

স্থানীয়রা দ্রুত জলেই ঝাঁপিয়ে পড়ে উদ্ধারকাজে হাত লাগান। কেউ চেষ্টা করেন গাড়ির দরজা ভাঙতে, কেউ কাচ ভাঙার চেষ্টা করেন। শেষমেশ প্রচণ্ড পরিশ্রমে শিশুদের টেনে বাইরে আনা হয়। কিন্তু ততক্ষণে সময় অনেকটাই পেরিয়ে গেছে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিন পড়ুকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। দুইজন জখম পড়ুয়া বর্তমানে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। শিশুদের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন অভিভাবকেরা।

   

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন