বিজেপির হার নিশ্চিৎ, শেষ প্রচারেও দাবি মমতার, কীভাবে এত আত্মবিশ্বীসী তৃণমূল নেত্রী?

অষ্টাদশ লোকসভা ভোটের শেষ দিনের প্রচারেও কলকাতায় ১২ কিলোমিটার পদযাত্রা করলেন তৃণমূল নেত্রী। বৃহস্পতিবার যাদবপুর ও দক্ষিণ কলকাতা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়।…

How Mamata Banerjee is claiming Modi government is losing in 2024 Lok Sabha Elections

অষ্টাদশ লোকসভা ভোটের শেষ দিনের প্রচারেও কলকাতায় ১২ কিলোমিটার পদযাত্রা করলেন তৃণমূল নেত্রী। বৃহস্পতিবার যাদবপুর ও দক্ষিণ কলকাতা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। পদযাত্রার শুরুতেই মমতা দাবি করলেন, দিল্লির কুর্সিতে মোদী সরকার আর ফিরছে না।

এ দিন মমতা বলেন, ‘দায়িত্ব নিয়ে কথাগুলো বলছি, খুব সম্ভবত, কাউন্টিংয়ে যদি সব ঠিকঠাক হয়, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসছে না।’

   

‘প্রধানমন্ত্রীর পদমর্যাদাকে টেনে নীচে নামিয়েছেন মোদীজি’, বড় অভিযোগ মনমোহনের

এই প্রথম নয়, প্রচারের শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বার বার দাবি করচেন যে, মোদী সরকারের আর প্রত্যাবর্তন হবে না। বনগাঁর একটি সভা থেকে মমতা এও বলেছিলেন যে, বিজেপির বড় জোর ১৯০ থেকে ১৯৫টি আসনে জিতবে। তবে, বিজেপি নেতাদের দাবি, পদ্ম শিবিরের নেতৃত্বে এবার বিজেপি ৪০০ আসনে জিতবে।

‘সম্মানহানি-ষড়যন্ত্র’, ইডির সমন নিয়ে বিস্ফোরক ঋতুপর্ণা সেনগুপ্ত

গেরুয়া বাহিনীর ফলাফল নিয়ে কীভাবে এত আত্মবিশ্বাসী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? অনেকেই বলছেন, ভোটের সেষ দফার আগে দলীয় কর্মীদের চাঙ্গা রাখতে ও ভোটারদের বার্তা দিতেই এ কথা বলছেন মমতা। কিন্তু খতিয়ে দেখলে দেখা যায়, ২০০৪ সালে তৃণমূল বিজেপির সঙ্গে জোট বেঁধে বাংলায় লোকসভা ভোটে লড়েছিল। হেরেছিল বাজপেয়ী সরকার, বাংলায় ভরাডুবি হয় জোড়-ফুলের। মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতা ছাড়া আর তৃণমূলের আর কেউ জেতেনি। সেই অভিজ্ঞতা সম্ভব এখনও অভিজ্ঞতাসম্পন্ন ও পোড় খাওয়া রাজনীতিক মমতার স্মৃতিতে তাজা। সেই সূত্রেই এমন দাবি করছেন বাংলার মুখ্যমন্ত্রী।