আবাস যোজনা দুর্নীতি, দরজা ভেঙে ঢুকল CPIM

সরকারি ভবনের দরজা বন্ধ করে ভয়ে কাঁপছিলেন অফিসাররা।  বাইরে তখন তৃ়ণমূলের মুন্ডপাত চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ চলছে। আবাস যোজনা…

CPIM

short-samachar

সরকারি ভবনের দরজা বন্ধ করে ভয়ে কাঁপছিলেন অফিসাররা।  বাইরে তখন তৃ়ণমূলের মুন্ডপাত চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ চলছে। আবাস যোজনা দুর্নীতির বিরুদ্ধে সরব CPIM সমর্থকরা দরজা ভেঙে ঢুকে পড়লেন ডেপুটেশন জমা দিতে। এই ঘটনা উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গার।

   

দেগঙ্গা ব্লকে সিপিআইএমের নেতৃত্বে গরিব মানুষের সরকারি বাড়ির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন ঘিরে ধুন্ধুমার কান্ড। উত্তেজনা দেখে পুলিশ বন্ধ করে অফিসের গেট। সিপিআইএম সমর্থকরা গেট ভেঙে ভিতরে ঢুকে পড়েন। BDO দেখা করতে বাধ্য হন। দু হাজার আবাস যোজনার আবেদন পত্র জমা নেন তিনি।

পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় আবাস যোজনা দুর্নীতিতে জড়িয়ে তৃণমূল কংগ্রেস জর্জরিত। একের পর এক দুর্নীতির প্রমাণ আসছে। চলছে ঘেরাও। বিপুল সম্পত্তির মালিক তৃণমূল নেতারা ভুয়ো ছবি দেখিয়ে আবাস যোজনার টাকা লুঠ করেছে বলে অভিযোগ।

সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, তৃণমূল ও মমতার বিরূদ্ধে মানুষের ক্ষোভ এমনই যে জনরোষ ভয়াবহ আকার নিতে চলেছে। সিপিআইএমের অন্যতম নেতা ও প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ হুঁশিয়ারি দিয়েছেন, গলায় গামছা দিয়ে গরীব মানুষের টাকা আদায় করা হবে।