Khejuri: ভোটের বাংলায় উত্তপ্ত খেজুরি, বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি-বাইকে আগুন

বোমাবাজি’তে উত্তপ্ত খেজুরি! গ্রাম পঞ্চায়েতের প্রধান ও বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি ও বাইকে অগ্নিকাণ্ড! ৪টি তাজাবোমা উদ্ধার খেজুরি (পূর্ব মেদিনীপুর) বোমাবাজি’তে উত্তপ্ত খেজুরি! শুক্রবার গভীর…

house of bjp leader in khajuri was bombed

বোমাবাজি’তে উত্তপ্ত খেজুরি! গ্রাম পঞ্চায়েতের প্রধান ও বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি ও বাইকে অগ্নিকাণ্ড! ৪টি তাজাবোমা উদ্ধার খেজুরি (পূর্ব মেদিনীপুর) বোমাবাজি’তে উত্তপ্ত খেজুরি! শুক্রবার গভীর রাতে হলুদবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি অভিযোগ উঠলো। শুধু বোমাবাজি নয় বাড়িতে থাকা বাইক পুড়িয়ে দেয় দুষ্কৃতিকারীরা। রাতেই ঘটনাস্থলে পৌঁছায় খেজুরি থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহযোগিতায় জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে দু’টি তাজা বোমা উদ্ধার করে নিয়ে আসে। পুলিশ আসার খবর পেয়ে সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতিকারীরা।

ঘটনা প্রকাশে আসার পরই নতুন করে খেজুরিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির পক্ষ থেকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারীদের দিকে অভিযোগ তুলে সরব হয়েছেন। যদিও এই সমস্ত অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস।

   

জানা গিয়েছে, খেজুরি ২ ব্লকের হলুদবাড়ি গ্রাম পঞ্চায়েত এবারে দখলে রাখে বিজেপি। প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন স্থানীয় ব্যবসায়ী নিতাই মণ্ডল। ওই ব্লকের পঞ্চায়েত সমিতির আসনে বিজেপি প্রতীকে জয়লাভ করেছিল উদয় শঙ্কর মাইতি।

পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের যোগদান করে শঙ্কর পঞ্চায়েত সভাপতি হিসেবে নির্বাচিত হন। কিন্তু শুক্রবার বিকেলে পুনরায় বিজেপিতে ফিরে আসেন উদয় শঙ্কর মাইতি। যোগদানের মূল কারিগড় ছিল খেজুরি ২ ব্লকের হলুদবাড়ি গ্রাম পঞ্চায়েত নিতাই মণ্ডল। এরপর নিজের ব্যবসার কারণে সন্ধ্যায় কলকাতা রওনা দেন নিতাইবাবু।

Soumitra VS Sujata: ‘পিঠ খুলে’ সৌমিত্রকে আহ্বান সুজাতার

এরপরই ওই দিন রতেই খেজুরি ২ ব্লকের হলুদবাড়ি গ্রাম পঞ্চায়েত নিতাই মণ্ডলের বাড়ীতে চড়াও ৩০-৩৫ জনের দুষ্কৃতি দল। বাড়ি লক্ষ্য করে শুরু হয় বোমাবাজি। শুধু তাই নয় বাড়ি থেকে বাইক বের করে আগুন লাগিয়ে দেয়। তড়িঘড়ি করে পরিবারের সদস্যরা নিতাই বাবুকে ফোন করে বিষয়টি জানায়। দ্রুত খেজুরি থানায় খবর দেন।

রাতেই ঘটনাস্থলে ছুঁটে আসে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থল থেকে দু’টি তাজাবোমা উদ্ধার করে নিয়ে যায়। রাতেই মোতায়েন করা হয় খেজুরি থানায় বিশাল পুলিশ বাহিনী। শনিবার সকালে বাড়ি সংলগ্ন এলাকা থেকে আরও দু’টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। সকালে বাড়িতে পৌঁছায় বিজেপি নেতা নিতাই মণ্ডল। ঘটনাস্থলে পৌঁছায় খেজুরি থানা পুলিশ আধিকারীক থেকে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। এ নিয়ে খেজুরি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা নিতাই মণ্ডল।

কাঁথি মহাকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস বলেন, ‘পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ দায়ের হয়েছে। চারটি তাজা বোমা উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’

হলুদবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা বিজেপি নেতা নিতাই মণ্ডল বলেন, ‘বিজেপির গৃহ সম্পর্ক অভিযান শেষ করে ব্যবসার কারণে আমি কলকাতা চলে যাই। বাড়িতে স্ত্রী ও দুই ছেলে ছিল। গভীর রাতে পরিবারের সদস্যরা ফোন করে জানান বাড়ির চারপাশে বোমাবাজি করছে ও আগুন ধরিয়ে দিয়েছে। তৎক্ষণাৎ পুলিশ ও স্থানীয় ক্লাবের সদস্যদের জানাই। তারা এসে পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশ প্রশাসন না থাকলে হয় তো পরিবারের সদস্যদের ফিরে পেতাম না। দুষ্কৃতিকারীদের এমন কাজের বিরুদ্ধে পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছি।’