Hooghly: চুরি করতে এসে পঞ্চায়েত ঘুরে চলে গেল চোর

চুরি করতে এসে কিছু না নিয়েই চলে গেল চোর। এই আজব চুরির ঘটনা দেখা গেল হুগলির (Hooghly) চণ্ডীতলার নৈটি গ্রাম পঞ্চায়েতে। সেখান চুরি করতে ঢুকে…

hooghly

চুরি করতে এসে কিছু না নিয়েই চলে গেল চোর। এই আজব চুরির ঘটনা দেখা গেল হুগলির (Hooghly) চণ্ডীতলার নৈটি গ্রাম পঞ্চায়েতে। সেখান চুরি করতে ঢুকে ১১ টি আলমারির সমস্ত ফাইল ওলটপালট করে দেয় তারা। তবে চুরি করে নিয়ে যায়নি কিছুই। শুধুমাত্র সিসিটিভির হার্ড ডিস্ক নিয়ে গিয়েছে চোর। এই ঘটনা দেখার পর এলাকা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে খবর পাওয়া যায়, শুক্রবার সকালে পঞ্চায়েতের এক কর্মী অফিসে ঢুকে দেখেন লন্ডভন্ড হয়ে রয়েছে অফিস। তিনি পঞ্চায়েতের অন্যান্য সদস্যদের খবর দিলে সকলেই সেখানে এসে হাজির হয়। এর পর খবর দেওয়া হয় পুলিশকে। পঞ্চায়েত প্রধান এবং সদস্যরা অফিসের ভিতর ভালো করে দেখেন যে কিছুই চুরি যায়নি।

Advertisements

পঞ্চায়েত প্রধান জানান যে পঞ্চায়েতের ভিতরে থাকা ১১টি আলমারিই ভাঙা। লকার ভাঙা। এমনকি, টেবিলের ড্রয়ারও ভাঙা। সমস্ত জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। এমনকি ল্যাপটপ, ফাইলপত্রও। সব যেমন ছিল, তেমনই আছে। প্রশ্ন এখন একটাই তাহলে চোর কেন এখানে এসেছিল? তাই এই ঘটনার তদন্ত শুরু করেছে চণ্ডীতলা থানার পুলিশ।