Saturday, December 6, 2025
HomeWest BengalHowrah Ram Navami: রামনবমী সংঘর্ষের পর অমিত শাহ-সুকান্তর বিশেষ আলোচনা

Howrah Ram Navami: রামনবমী সংঘর্ষের পর অমিত শাহ-সুকান্তর বিশেষ আলোচনা

- Advertisement -

হাওড়ায় রামনবমী (Howrah Ram Navami) শোভাযাত্রা ঘিরে দফায় দফায় সংঘর্ষের পর পরিস্থিতি থমথমে। মুখ্যমন্ত্রী পুলিশের উপরেই দোষ চাপিয়েছেন আবার বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন। বলেছেন সবই পরিকল্পনা করে করা হয়েছে।

Advertisements

এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah) ফোন করলেন রাজ্যপালকে। আবার রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের (BJP President Sukanta Majumdar) সাথেও কথা হয় শাহর। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি জানতে চেয়েছেন অমিত শাহ।

   

শুক্রবার থমথমে হাওড়া। রামনবমী শোভাযাত্রা নিয়ে এদিনও উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। বৃহস্পতিবার শিবপুরে রামনবমীর যাত্রাকে কেন্দ্র করে দুই শিবিরের মধ্যে বিবাদ শুরু হয়। অগ্নিগর্ভে পরিণত হয় শিবপুর এলাকা। একাধিক গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে হাওড়ার বেশ কিছু এলাকায়।

বিজেপি সূত্রে খবর,গোটা পরিস্থিতি নিয়ে শাহকে অবগত করেছেন সুকান্ত মজুমদার। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহে গোটা বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন। কেন্দ্রীয় হস্তক্ষেপে যাতে তদন্ত হয় সেজন্য অমিত শাহের কাছে আর্জি জানানো হয়েছে।গোটা ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয় আদালতের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যে ঘটনা ঘটেছে এটায় বিজেপি প্ল্যান ছিল। বিজেপির একাধিক সংগঠন রয়েছে, এদের প্ল্যান ছিল যেমন করে হোক দাঙ্গা লাগানো। বিজেপি গতকাল দেশের প্রায় ১০০ টি জায়গায় এভাবে দাঙ্গা লাগিয়েছে। হাওড়ার ঘটনা দুর্ভাগ্যজনক। কারণ, আমি এটা বারবার বলে দিয়েছিলাম, ওই রুটে যাতে মিছিলও না ঢোকে বারবার বলে দিয়েছিলাম। তা সত্ত্বেও বেশ কিছু ক্রিমিনালরা বন্দুক, বুলডোজার নিয়ে গিয়ে হামলা করেছে।

Advertisements
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular