কলকাতা: শুভেন্দু অধিকারীর পর হিরণ চট্টোপাধ্যায়৷ স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হল খড়্গপুরের বিজেপি বিধায়কের বিরুদ্ধে৷ রাজ্য সরকারের প্রাপ্ত ‘স্কচ’ পুরস্কার নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য হিরণের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বুধবার বিধানসভায় দাঁড়িয়ে হিরণ অভিযোগ করেন, রাজ্য সরকার অর্থের বিনিময়ে একের পর এক ‘স্কচ’ পুরস্কার পেয়েছে।
শাসকদলের বিধায়করা এর তীব্র প্রতিবাদ জানান৷ তাঁদের কথায়, হিরণের মন্তব্য অবান্তর। এর পরিপ্রেক্ষিতে চন্দ্রিমা ভট্টাচার্য বৃহস্পতিবার হিরণের বিরুদ্ধে নোটিস আনেন এবং দাবি করেন, “হিরণ যে মন্তব্য করেছেন, তার পক্ষে তাঁকে প্রমাণ দিতে হবে।” সেইসঙ্গে, স্পিকারও হিরণকে সতর্ক করেছেন বলে জানা যাচ্ছে৷
বিগত কয়েক বছরে রাজ্য সরকার একাধিক ‘স্কচ’ পুরস্কার পেয়েছে, যা বিভিন্ন দপ্তরের কাজের স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়। ২০২২ সাল থেকে প্রায় ৪০টি পুরস্কার রাজ্য সরকারের ঝুলিতে এসেছে। তবে হিরণ চট্টোপাধ্যায়ের অভিযোগ, এসব পুরস্কারই রাজ্য সরকার টাকার বিনিময়ে পেয়েছে। তিনি দাবি করেন, CAG রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে রাজ্য সরকার পুরস্কারের জন্য টাকা দিয়েছিল। তিনি একটি আরটিআই থেকে এই তথ্য পেয়েছেন বলেও দাবি।
এছাড়া, হিরণ আরও বলেন, শুধু পশ্চিমবঙ্গ নয়, উত্তরপ্রদেশ সরকারও টাকা দিয়ে এই পুরস্কার পেয়েছে। ‘স্কচ’ পুরস্কার বিতরণকারী সংস্থার বিরুদ্ধে এমন অভিযোগ আগেও উঠেছে যে, তারা অর্থের বিনিময়ে পুরস্কার দেয়।
এই অভিযোগের পর, হিরণ বলেছেন, “যদি লিখিত জবাব চাওয়া হয়, আমি সব প্রমাণ দিয়ে দেব।” তাঁর অভিযোগ, CAG রিপোর্টে জানা গিয়েছে, ২০২২ সালে রেজিস্ট্রেশনের নামে টাকা দিয়েছে রাজ্য। একটি RTI-এর ভিত্তিতে এই তথ্য সামনে এসেছে।