কলকাতা: অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের বৈবাহিক জীবন নিয়ে দানা বেঁধেছে চরম রহস্য। একদিকে দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরির সঙ্গে সম্পর্কের দাবি, অন্যদিকে হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের একের পর এক অভিযোগ, সব মিলিয়ে সরগরম টলিউড থেকে খড়্গপুর। সম্প্রতি ঋতিকা ও হিরণের একটি পুরনো ছবি প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে হিরণকে ভাইফোঁটা দিচ্ছেন ঋতিকা। আর এই ছবি নিয়েই এবার তীব্র আক্রমণ শানিয়েছেন অনিন্দিতা।
ভাইফোঁটা থেকে প্রেম: প্রশ্ন তুললেন প্রথম স্ত্রী
ভাইফোঁটার এই ছবিটি ২০২১ সালের নভেম্বর মাসের বলে জানা যাচ্ছে। অনিন্দিতার প্রশ্ন, “২০২১ সালে যে মেয়েটি হিরণকে ভাই হিসেবে ফোঁটা দিল, সে কীভাবে দাবি করছে পাঁচ বছর ধরে তাঁদের প্রেমের সম্পর্ক? নিজের খড়্গপুরের বাড়িতেই হিরণ এই ফোঁটা নিয়েছিল। ভাই হিসেবে ফোঁটা দিয়ে আবার তাঁকে বিয়ে করা অত্যন্ত লজ্জাজনক এবং অস্বস্তিকর একটি বিষয়।” অনিন্দিতার দাবি, তাঁর স্বামী যে মিথ্যে বলতেন, এই ছবিই তার সবথেকে বড় প্রমাণ।
বিদেশে ভ্রমণ ও ভয় দেখানোর তত্ত্ব Hiran Chatterjee marriage controversy
অনিন্দিতা জানান, হিরণের সঙ্গে তাঁর সম্পর্ক খুব একটা মসৃণ না থাকলেও পুরোপুরি বিচ্ছিন্ন ছিল না। এমনকি ২০২৪ সালেও তাঁরা সপরিবারে বিদেশ ভ্রমণে গিয়েছিলেন। সেই সময় ঋতিকার বিষয়ে কানে কথা গেলেও হিরণ নাকি জানিয়েছিলেন, মেয়েটি তাঁকে ব্ল্যাকমেল করছে বা ভয় দেখাচ্ছে। স্বামীর সেই কথা বিশ্বাসও করেছিলেন অনিন্দিতা। তাঁর অভিযোগ, গত কয়েক বছর ধরে তাঁর এবং মেয়ের ওপর প্রবল মানসিক অত্যাচার চালানো হয়েছে।
কোথায় হিরণ?
পরিবারের সম্মান রক্ষায় এতদিন চুপ থাকলেও ঋতিকার ফেসবুক পোস্টের পর আর নিজেকে আটকে রাখতে পারেননি অনিন্দিতা। তবে এই পুরো বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি খড়্গপুর সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। বিতর্ক যখন তুঙ্গে, তখন অভিনেতা কোথায় আছেন, তা নিয়েও প্রশ্ন উঠছে। হিরণের এই নীরবতা জল্পনাকে আরও উসকে দিচ্ছে।
