Hingalganj Blast: বারুদের স্তুপে বাংলা, হিঙ্গলগঞ্জে পরপর বিস্ফোরণ

রাতে পরপর বিস্ফোরণ। তার জেরে রাতভর আতঙ্ক। সকালে পরিস্থিতি আরও ভয়াবহ। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে বিস্ফোরণ ফের প্রমাণ করল বারুদের স্তূপে বাংলা। Advertisements বসিরহাটের হিঙ্গলগঞ্জে…

রাতে পরপর বিস্ফোরণ। তার জেরে রাতভর আতঙ্ক। সকালে পরিস্থিতি আরও ভয়াবহ। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে বিস্ফোরণ ফের প্রমাণ করল বারুদের স্তূপে বাংলা।

Advertisements

বসিরহাটের হিঙ্গলগঞ্জে বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক জনের। আহত হয়েছেন একাধিক। জানা গিয়েছে, বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার দক্ষিণ বাঁকড়া গ্রামে বিস্ফোরণ ঘটে।

   

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বোমা তৈরির কাজ চলছিল। মৃত ব্যক্তির নাম ও পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি। পরপর বিস্ফোরণে হিঙ্গলগঞ্জে, মৃত ও আহতদের নিয়ে আতঙ্ক।

সুজন গাজি নামে এক যুবকের হাত উড়ে যায় বোমা বিস্ফোরণে। আরও কয়েকজন গুরুতর জখম। অভিযোগ এরা বোমা বাঁধছিল। কোনও কারণে বিস্ফোরণ ঘটে যায়। এরপর পরপর বোমা ফাটতে থাকে।

ঘটনার জেরে গ্রামবাসীরা আতঙ্কিত। তারা ভয়ে মুখ খুলছেন না। এলাকা ঘিরে রেখেছে বিশাল পুলিশ বাহিনী।পঞ্চায়েত ভোট ঘিরে জেলার হিঙ্গলগঞ্জের সর্বত্র উত্তেজনা ছড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। এলাকায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠিদ্বন্দ্ব আছে।