BJP: উস্কানিমূলক মন্তব্য নয় শর্তে ২১ জুলাই শুভেন্দুর সভায় অনুমতি

Kmc election tax free issue suvendhu adhikari

 

Advertisements

কোনওরকম উস্কানিমূলক ভাষণ নয় আর উলুবেড়িয়ার বদলে বাউড়িয়ায় করতে হবে জনসভা। এছাড়াও একগুচ্ছ শর্ত দিয়েছে হাইকোর্ট। সব মেনে তবেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাওড়ায় বিজেপির (BJP) জনসভা করতে পারবেন।

২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস পালনের মাঝে হাওড়ায় জনসভা করার অনুমতি পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শর্তসাপেক্ষে শুভেন্দু অধিকারীর জন্য অনুমতি দিলেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য।

আদালতের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছেআড়ে ৬ টার পর থেকে লোক্ জমায়েত করতে পারবে। রাত ৮ টা নাগাদ শুরু হবে সভা। তবে রাত ১০ টার পর সভা চালানো যাবে না। শুভেন্দুর সভায় ২০টির বেশি লাউডস্পিকার ব্যবহার করা যাবে না। সভার মাইক কোথায় লাগানো হবে এটা দেখবেন মহকুমাশাসক। এমনকি সভা থেকে উস্কানিমূলক মন্তব্য করা যাবে না বলে জানিয়েছেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য।

Advertisements

আদালতের শর্ত সভাস্থলে যাতে ২ হাজারের বেশি জমায়েত যাতে না হয় তার জন্য নজর রাখবে পুলিশ। কোনভাবেই জাতীয় সড়ক অবরুদ্ধ করা যাবে না। বিজেপির দলীয় কার্যালয়ের কাছে সভা করতে হবে। স্থানীয় ছাড়া আর কোনও লোক আসতে পারবেন না।

হজরত মহম্মদকে নিয়ে হিন্দুত্ববাদী নেত্রী নূপুর শর্মার মন্তব্য থেকে হিংসাত্মক প্রতিবাদে হাওড়ার উলুবেড়িয়া হয়ছিল বিচ্ছিন্ন। আক্রান্ত হয় পুলিশ। বিজেপি অফিসে হামলা ও ভাঙচুর হয়। সংখ্যালঘু অধ্যাুষিত উলুবেড়িয়ায় জনসভা করতে চায় বিজেপি। ২১ জুলাই টিএমসির জনসভা কলকাতায়। প্রশাসনের ধারণা, একই দিনে বিজেপির সভার জেরে রাজনৈতিক পরিস্থিতি গরম হওয়ার সম্ভাবনা থাকছে।