SSC গ্রুপ-সি-গ্রুপ-ডি: ‘নিষ্কলঙ্ক’ প্রার্থীদের তালিকা প্রকাশে নির্দেশ বিচারপতি সিনহার

Darjeeling’s Glenary’s Bar to Open Again After Calcutta High Court Order
Darjeeling’s Glenary’s Bar to Open Again After Calcutta High Court Order

২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ-সি এবং গ্রুপ-ডি নিয়োগ-দুর্নীতিকে ঘিরে নতুন নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। বুধবার তিনি স্পষ্ট জানান—২০১৬ সালের ‘আনটেন্টেড’, অর্থাৎ যাঁরা কোনও অনিয়মে জড়িত নন, তাঁদের সম্পূর্ণ তালিকা ৮ ডিসেম্বরের মধ্যেই প্রকাশ করতে হবে।

Advertisements

এর আগে বিচারপতি সিনহা নির্দেশ দিয়েছিলেন, ২০১৬-র প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরে কাদের নিয়োগ করা হয়েছিল—তার বিশদ তথ্য জমা দিতে হবে। এবার আরও এক ধাপ এগিয়ে স্বচ্ছতার স্বার্থে ‘যোগ্য’ ও ‘নিষ্কলঙ্ক’ প্রার্থীদের তালিকা প্রকাশ বাধ্যতামূলক করলেন তিনি।

   

SSC নিয়োগে নতুন আবেদনের শেষ দিন বাড়ল

বর্তমানে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ-সি এবং গ্রুপ-ডি নিয়োগের জন্য অনলাইন আবেদন গ্রহণ করছে।
৩ ডিসেম্বর ছিল শেষ দিন, কিন্তু তা বাড়িয়ে ৮ ডিসেম্বর করা হয়েছে।

যোগ্যদের সুযোগ নিশ্চিত করতে তালিকা প্রয়োজন: আদালত

২০১৬ সালে যোগ্য প্রার্থীদের বয়সে ছাড় দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ, যোগ্য প্রার্থীরা বয়সে ছাড় পেয়ে যেন ২০২৫ সালের নতুন পরীক্ষায় আবেদন করতে পারেন, তা নিশ্চিত করতেই ‘আনটেন্টেড’ তালিকা জরুরি।

বর্তমানে শূন্যপদ:

গ্রুপ-সি: ২,৯৮৯ টি

গ্রুপ-ডি: ৫,৪৮৮ টি

‘অযোগ্যদের’ তালিকাও আগেই প্রকাশ  

আদালতের আগের নির্দেশ অনুযায়ী, যাতে কোনওভাবেই অযোগ্য প্রার্থীরা নতুন পরীক্ষায় বসতে না পারেন, তাঁদের আলাদা তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। এবার যোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার ওপর জোর দিল আদালত।

এই নির্দেশের ফলে ২০২৫ সালের SSC নিয়োগ পরীক্ষায় কারা যোগ্য, কারা নন—তা নিয়ে আর কোনও ধোঁয়াশা থাকবে না বলেই মনে করা হচ্ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements