কলকাতা: উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার রায়ের প্রতিবাদে হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য ও বিক্ষোভের ঘটনায় আদালত অবমাননার মামলা দায়েরের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট।
বিকাশরঞ্জনের বিরুদ্ধে বিক্ষোভ
গত শুক্রবার আইনজীবী ও রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল বিকাশরঞ্জন ভট্টাচার্যের চেম্বারের বাইরে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীদের একাংশ। সেই সময় বিচারপতির নামে কটূক্তি ও স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বেশ কয়েকজন আইনজীবী। তাঁদেরই কয়েকজন আদালত অবমাননার মামলা করার আবেদন জানিয়ে প্রধান বিচারপতির কাছে বিষয়টি তোলেন।
মামলার আবেদব মঞ্জুর high court contempt case
সোমবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ সেই আবেদন মঞ্জুর করে বলেন, “বিচারপতি বা আদালতের বিরুদ্ধে এই ধরনের আচরণ কোনও ভাবেই বরদাস্ত করা যায় না। যদি রায়ে অসন্তোষ থাকে, তবে উচ্চতর আদালতে যাওয়া উচিত, রাস্তায় নেমে এমন বিক্ষোভ নয়। এই কাজ মেনে নেওয়া যায় না। বিক্ষোভকারীদের চিহ্নিত করতে হবে।”
আইনজীবীরা তাঁদের আবেদনে জানান, ঘটনার দিন এলাকায় ১৪৪ ধারা জারি ছিল, তবুও কীভাবে এত মানুষের জমায়েত হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। তাঁদের অভিযোগ, প্রায় চার ঘণ্টা ধরে বিক্ষোভ চললেও পুলিশ নিষ্ক্রিয় ছিল। এমনকি, বিক্ষোভকারীদের একাংশ বিচারপতি বসুর ছবি পায়ে মাড়ান বলেও অভিযোগ ওঠে।
রাজাশেখর মান্থার বিরুদ্ধেও অবমাননাকর মন্তব্য
আইনজীবীদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আগেও বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধেও অবমাননাকর মন্তব্য করা হয়েছিল। এবারও দু’জন বিক্ষোভকারীকে চিহ্নিত করা গেছে, যাঁরা মামলাকারী বলেই জানা গিয়েছে।
তাঁদের আবেদন, কলকাতা পুলিশ কমিশনারকে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হোক এবং জানা হোক—বারবার বিচারব্যবস্থাকে নিশানা করা হলে প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছে।
West Bengal: Calcutta High Court allows contempt of court case against protesters for derogatory remarks and বিক্ষোভ against Justice Biswajit Basu over teacher recruitment case verdict. Protest outside lawyer Vikas Ranjan Bhattacharya’s chamber involved স্লোগান and alleged violation of Section 144. Court condemns the actions.