Floods: জলের স্রোতে ভাসছে মানুষ, জলমগ্ন শিলিগুড়ি

জলমগ্ন গোটা উত্তরবঙ্গ। ডুবছে শিলিগুড়িও। নিত্যদিনের কাজে বাধা সাধারণ মানুষের। অফিস, স্কুল নিত্যদিনের সব রকমের কাজকর্ম করতে কোমর সমান জল পেরিয়ে মানুষকে এগোতে হচ্ছে। তার…

short-samachar

জলমগ্ন গোটা উত্তরবঙ্গ। ডুবছে শিলিগুড়িও। নিত্যদিনের কাজে বাধা সাধারণ মানুষের। অফিস, স্কুল নিত্যদিনের সব রকমের কাজকর্ম করতে কোমর সমান জল পেরিয়ে মানুষকে এগোতে হচ্ছে। তার মধ্যেই নেই নিকাশি ব্যবস্থা চরম দুর্ভোগকে সাধারণ মানুষ।

   

বিভিন্ন রাজনৈতিক নেতারা বহুবার জলনিকাশির ব্যবস্থা সচ্ছল করার প্রতিশ্রুতি দিলেও সেই জলেই ডুবছে শিলিগুড়ি। প্রবল বৃষ্টিতে শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। তার মধ্যে থেকে জানা গিয়েছে অশোকনগর, শক্তিগড়, গঙ্গানগর, সন্তোষীনগর, হায়দারপাড়া, হাকিম পাড়ার কিছুটা অংশ ইতিমধ্যেই জলের তলায়।

প্রশাসনের কাছে বহুবার স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানালেও সেই বিষয়ে কর্ণপাত করেনি তারা। কোথাও হাঁটু সমান জল আবার কোথাও কোমর সমান জল। জল ডুকছে সাধারণ মানুষের ঘরে। প্রাণ বাঁচাতে অন্যত্র ছুটছে মানুষ। তার মধ্যে নেই পানীয় জলের ব্যবস্থা। সবই তো জলের তলায়।

গোটা এলাকার করুন পরিস্থিতি। তাদের একটাই দাবি প্রত্যেকবার এই জলমগ্ন অবস্থায় ভুগতে হয় সাধারণ মানুষকে। তাই দ্রুত যেন তাদের এলাকার জল নিকাশি ব্যবস্থা সচল করা হয়। তবে তা করেও যেন কোন লাভ নেই এই অব্যাহত বৃষ্টি যেন ভাসিয়ে নিয়ে যাচ্ছে গোটা উত্তরবঙ্গকে।