তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, ৩৬ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা

উত্তরবঙ্গ ভারী বৃষ্টিতে ভাসলেও লাগাতার বৃষ্টির অভাবে ধুঁকছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। এরই মাঝে এবার দক্ষিণবঙ্গে নিম্নচাপের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, ওড়িশা উপকূলের কাছে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত।

আগামী ৩৬ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। ফলে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। বেশি বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগণায়।

   

লাগাতার কয়েকদিন ধরেই কলকাতা সহ একাধিক জায়গায় বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনভর বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে। সেইসঙ্গে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

দক্ষিণের রাজ্যগুলি জুলাইয়ের প্রথম সপ্তাহগুলিতে বৃষ্টিপাতের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে, যার ফলে বন্যা, স্কুল বন্ধ হয়ে গিয়েছে। ঘটেছে প্রাণহানির ঘটনাও। এবং প্রাণহানি হয়েছিল। আগামী দিনে আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর( আইএমডি)।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই জানিয়েছেন যে রাজ্যে যে ১২ জন প্রাণ হারিয়েছেন। উপকূলীয় অঞ্চল, বিশেষ করে দক্ষিণ কন্নড় ও উদুপি জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণ কন্নড় জেলায় ভূমিধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন