বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ! দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, কতদিন চলবে দুর্যোগ?

কলকাতা: বঙ্গোপসাগরে ফের একবার নিম্নচাপের ভ্রুকুটি! আর তারই জেরে একটানা ভিজতে চলেছে গোটা দক্ষিণবঙ্গ। হালকা নয়, বরং মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া…

heavy downpour in bengal

কলকাতা: বঙ্গোপসাগরে ফের একবার নিম্নচাপের ভ্রুকুটি! আর তারই জেরে একটানা ভিজতে চলেছে গোটা দক্ষিণবঙ্গ। হালকা নয়, বরং মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়ার এই রদবদলে প্রভাব পড়বে কলকাতা শহর থেকে শুরু করে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং অন্যান্য জেলাতেও।

Advertisements

কলকাতায় ছাতা ছাড়া বেরনো নয়!

নতুন করে নিম্নচাপের জেরে চলতি সপ্তাহ জুড়েই কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে৷ রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে বেশ কিছুটা কম। সর্বনিম্ন তাপমাত্রাও নামল ২৫.৭ ডিগ্রির ঘরে৷ এই ধারা বজায় থাকবে গোটা সপ্তাহজুড়েই৷ বৃষ্টির জেরে তীব্র গরম মালুম হবে না। মেঘলা আকাশ, ঠান্ডা হাওয়া, আর মাঝে মাঝে ভারী বৃষ্টিতে শহরের জনজীবনে প্রভাব পড়ার সম্ভাবনা যথেষ্ট।

Advertisements

দক্ষিণবঙ্গে সতর্কতা জারি, উপকূলে অরেঞ্জ অ্যালার্ট Heavy Rain South Bengal

আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে ব্যাপকভাবে। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া এবং দুই বর্ধমান জেলাতেও রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টি।

উপকূলবর্তী অঞ্চলে ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। দমকা হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে, যার ফলে সমুদ্র উপকূলবর্তী এলাকায় দুর্যোগের সম্ভাবনা রয়েছে।

বন্যার আতঙ্ক ফের!

সম্প্রতি ওড়িশা উপকূলের একটি শক্তিশালী নিম্নচাপ দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে প্রবল বৃষ্টির কারণ হয়েছিল। তার জেরে ঘাটাল, হাওড়া, হুগলি-র একাধিক এলাকায় জলমগ্ন অবস্থার সৃষ্টি হয়। নতুন নিম্নচাপের কারণে ফের বন্যার আশঙ্কা তৈরি হয়েছে, বিশেষ করে সেই সব অঞ্চলে যেগুলি এখনও পুরোপুরি জলমুক্ত নয়।

উত্তরবঙ্গেও বর্ষার দাপট
৩০ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট বজায় থাকবে।
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ইতিমধ্যেই ভারী বৃষ্টি শুরু হয়েছে।
• দার্জিলিংয়ে বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত
• জলপাইগুড়িতে বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত
• কালিম্পং ও আলিপুরদুয়ারে জারি রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা

এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।