উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! রাজ্যে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা: আবহাওয়ার খামখেয়ালিপনায় দিশেহারা বঙ্গ! উত্তর বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের ইঙ্গিত মিলেছে, যা নিম্নচাপে পরিণত হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, এর জেরেই রবিবার থেকে পশ্চিমবঙ্গের…

Heavy Rain Forecast West Bengal

কলকাতা: আবহাওয়ার খামখেয়ালিপনায় দিশেহারা বঙ্গ! উত্তর বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের ইঙ্গিত মিলেছে, যা নিম্নচাপে পরিণত হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, এর জেরেই রবিবার থেকে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় শুরু হতে পারে প্রবল বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায়।

Advertisements

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা

রবিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

   

উত্তরবঙ্গেও সক্রিয় বর্ষা Heavy Rain Forecast West Bengal

আজ থেকে ৩ জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টিপাত চলবে। কিছু এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।

সমুদ্র উত্তাল, মৎস্যজীবীদের জন্য সতর্কতা

নিম্নচাপের প্রভাবে উত্তাল হতে পারে সমুদ্র। রবিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতে জারি করা হয়েছে সতর্কতা।

কলকাতায় তাপমাত্রা

শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ অত্যন্ত বেশি৷ সর্বাধিক ৯৮ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে। আজ থেকে ৩ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।