তিনদিন পর বদলাবে আবহাওয়া, গরম থেকে মিলবে রেহাই

      কলকাতা: গরমে নাজেহাল বঙ্গবাসী। অস্বস্তিকর গরমে দিনের পর দিন নাকাল হচ্ছে মানুষ। তবে, এবার সুখবর এসেছে—আর মাত্র তিনদিন পরই আবহাওয়ার পরিবর্তন হবে, যা…

Heatwave Relief South Bengal
     

কলকাতা: গরমে নাজেহাল বঙ্গবাসী। অস্বস্তিকর গরমে দিনের পর দিন নাকাল হচ্ছে মানুষ। তবে, এবার সুখবর এসেছে—আর মাত্র তিনদিন পরই আবহাওয়ার পরিবর্তন হবে, যা থেকে কিছুটা স্বস্তি মিলবে। তীব্র গরম থেকে খানিকটা রেহাই পেতে চলেছে দক্ষিণবঙ্গের মানুষ। রবিবার থেকেই বৃষ্টি নামতে পারে বলে পূর্বাভাস। স্বস্তির বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলা। বৃষ্টির জেরে তাপমাত্রাও খানিকটা কমবে।

দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের অবস্থা

গত মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের পাঁচটি জেলা তাপপ্রবাহের কবলে রয়েছে। বিশেষ করে মালদা এবং আশপাশের এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি চলে গিয়েছিল। গরম স্বাভাবিকের থেকে ৩-৪ ডিগ্রি বেশি ছিল। হাওয়া অফিস জানিয়েছে, আরও দু’দিন তাপমাত্রা প্রায় একই থাকবে, তবে তারপরই বদল আসবে।

   

আবহাওয়ার পরিবর্তন আসছে, তীব্র গরম কমবে Heatwave Relief South Bengal

আবহাওয়া দফতর জানিয়েছে, তিনদিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় তাপপ্রবাহ চলছে। তবে, শনিবার থেকে বদল আসবে দক্ষিণবঙ্গের আবহাওয়ায়। এই সময় থেকে গরম এবং আর্দ্রতার অস্বস্তি কমতে শুরু করবে। ঝাড়গ্রাম, মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার মতো অঞ্চলে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিছু জায়গায় ঝোড়ো হাওয়া বইবে, যা গরম থেকে একধাপ এগিয়ে মানুষকে স্বস্তি দিতে পারে।

রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, যা গরমের তীব্রতা কমানোর কাজে আসবে। মৌসম ভবন জানিয়েছে, বিক্ষিপ্ত বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গেরও বদল আসছে

উত্তরবঙ্গের মালদাতেও তাপপ্রবাহ চলছে। আগামী তিনদিন তাপপ্রবাহ অব্যাহত থাকবে। কিন্তু, শনিবার থেকে উত্তরবঙ্গেও আবহাওয়ার পরিবর্তন হবে৷ গরমের পরিমাণ কিছুটা কমবে। দার্জিলিং, শিলিগুড়ি, কালিম্পংসহ উত্তরবঙ্গের কিছু অঞ্চলে আজও ঝোড়ো বৃষ্টি হতে পারে, এবং পরবর্তী কয়েকদিন একই রকম আবহাওয়া থাকবে।

 

তবে, এক কথায় বলা যায়—তিনদিন পর তাপপ্রবাহের পরিস্থিতি কিছুটা শিথিল হবে। গরমের অবসান ঘটবে এবং ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সঙ্গে প্রশান্তি ফিরবে। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের মানুষজন আগামী দিনগুলিতে আরামদায়ক আবহাওয়ার অভিজ্ঞতা পাবে, যা তাদের ভ্যাপসা গরমের কষ্ট থেকে মুক্তি দেবে।

West Bengal: Good news for South Bengal! Relief from the intense heatwave is expected in three days with a change in weather. Light rain and thunderstorms forecast for several districts including Kolkata.