কলকাতা: একটানা তাপপ্রবাহ ও অস্বস্তিজনক গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। তবে স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বয়ে যেতে পারে দমকা হাওয়াও।
কোথায় কবে বৃষ্টি?
আবহাওয়া অফিস জানাচ্ছে, ১০ মে থেকে বৃষ্টির হাত ধরে ধীরে ধীরে স্বস্তি ফিরতে পারে রাজ্যে।
১০ মে: পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা।
১১ মে: বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, নদিয়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও পুরুলিয়ায়।
১২ ও ১৩ মে: দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা৷
১৪ ও ১৫ মে: দক্ষিণবঙ্গজুড়েই ঝড়বৃষ্টির দাপট চলতে পারে। কলকাতাও তার বাইরে নয়।
উত্তরে কী খবর? Heatwave relief Kolkata
উত্তরবঙ্গের জেলাগুলিতেও ১৫ মে পর্যন্ত চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে কিছুটা কমবে তাপমাত্রা।
কোথায় বাড়বে গরম?
গরম একেবারে বিদায় নিচ্ছে না। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে ১৩ মে পর্যন্ত। তাপমাত্রা বাড়তে পারে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত।
কী করণীয়?
আবহাওয়া দফতরের পরামর্শ—বাইরে বেরোলে সুরক্ষা নিয়ে বেরোন। কারণ, একদিকে রয়েছে তাপপ্রবাহের আশঙ্কা, আর অন্যদিকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। তাই গরম ও প্রাকৃতিক দুর্যোগ—দুটিকেই সমান গুরুত্বে নজরে রাখার সময় এখন।
West Bengal: Heatwave relief begins today in West Bengal! Kolkata & several South Bengal districts (Purulia, Bankura, Burdwan, Birbhum, Murshidabad) expected to receive rain & thunderstorms as per Alipore Met forecast.