৪০ ডিগ্রির ছোঁবে পারদ! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের ‘রেড অ্যালার্ট’

কলকাতা: ফের দক্ষিণবঙ্গে চড়তে শুরু করেছে পারদ৷ জেলায় জেলায় তাপপ্রবাহের ভ্রুকূটি। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় তীব্র গরম ও…

Heatwave in South Bengal

কলকাতা: ফের দক্ষিণবঙ্গে চড়তে শুরু করেছে পারদ৷ জেলায় জেলায় তাপপ্রবাহের ভ্রুকূটি। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় তীব্র গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। ইতিমধ্যেই পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রামে তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি হয়েছে।

লাফিয়ে বাড়বে তাপমাত্রা

আগামী চারদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ৪০ ডিগ্রি। উপকূলবর্তী জেলাগুলিতে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৮০–৯০ শতাংশের মধ্যে, যা গরমের অস্বস্তিকে আরও বাড়িয়ে তুলবে।

   

গত সপ্তাহে কিছু এলাকায় বৃষ্টি হলেও চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। তবে স্বস্তির খবর—আগামী সপ্তাহে, অর্থাৎ সোমবার ও মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের হালচাল Heatwave in South Bengal

উত্তরবঙ্গে আপাতত মিশ্র আবহাওয়ার পূর্বাভাস। মালদায় তাপমাত্রা ছুঁতে পারে ৪০ ডিগ্রি, জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। অন্যদিকে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সাত দিন। সঙ্গে ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা, জারি হয়েছে হলুদ সতর্কতা।

কলকাতার পরিস্থিতি

শহরের আকাশ বৃহস্পতিবার মূলত পরিষ্কার থাকবে, দুপুরের দিকে আংশিক মেঘ দেখা যেতে পারে। আজ থেকেই বাড়বে গরম। শুক্রবার থেকে তাপমাত্রা পৌঁছতে পারে ৩৮–৪০ ডিগ্রি সেলসিয়াসে। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি, স্বাভাবিকের থেকে সামান্য কম।

West Bengal: South Bengal braces for rising temperatures and heatwave conditions. Alipore Met predicts a 3-5°C increase with high humidity. North Bengal to see mixed weather.

Advertisements